Wednesday, August 27, 2025

পঞ্চায়েতি রাজ দিবসে দেশের সমস্ত গ্রামকে করোনামুক্ত রাখার বার্তা মোদির

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি(Corona Situation) ক্রমশ ভয়াবহ আকার ধারন করেছে। এহেন পরিস্থিতির মাঝেই শনিবার ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পঞ্চায়েতি রাজ দিবসে(Panchayati Raj Diwas) দেশের সমস্ত গ্রামকে করোনা মুক্ত রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন দেশের বিভিন্ন গ্রামে সম্পত্তির ই-কার্ড বিতরণের SMVITA প্রকল্প চালু করলেন তিনি। পাঞ্চায়েতিরাজ দিবসে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা।

পাঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দেন, করোনা যাতে গ্রামীণ অঞ্চলে না পৌঁছতে পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ‘যখন আমরা গতবছর পঞ্চায়েতরাজ দিবস পালন করি তখনও আমরা করোনার সঙ্গে লড়াই করছিলাম। সেই সময়ও আমি আপনাদের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে করোনা গ্রামে ছড়িয়ে না পড়ে। আপনারা দায়িত্বপূর্ণ ভাবে গ্রামে করোনার প্রকোপ আটকে দিয়েছেন। শুধু তাই নয় আপনারা সচেতনতার বার্তা দিয়েছেন। এই বছরও আমাদের উদ্যোগ নিতে হবে যাতে করোনা গ্রামীণ এলাকা থেকে দূরে থাকে।’ পাশাপাশি করোনা আটকাতে কেন্দ্রের প্রকাশিত গাইডলাইন্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে যে সব গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে তা যেন গ্রামীণ এলাকাতেও মেনে চলা হয় তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:“অক্সিজেন সাপ্লাই যার জন্য বাধাপ্রাপ্ত হবে তাকে ঝুলিয়ে দেব”, কড়া হুঁশিয়ারি আদালতের

এছাড়াও এই দিনটির গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ভারতের বিকাশের জন্য এই দিনটিকে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হচ্ছে। আজ দেশের ৫ কোটি মানুষকে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হল। দেশের একাধিক রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। কথাও হবে। আমি নতুন প্রতিনিধিদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামের বিকাশ, আত্মনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। এর মধ্যে সম্পত্তি কার্ড অন্যতম। এর ফলে গ্রামের বিকাশ গতি পেয়েছে।’ পাশাপাশি গ্রামের মানুষের আত্মনির্ভরতার লক্ষ্যে দেশের ৫ হাজার গ্রামের মোট ৪ লক্ষ মানুষকে সম্পত্তি কার্ড দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

spot_img

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...