Sunday, November 9, 2025

চাপে পড়ে পিছু হটল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা

Date:

শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । করোনার ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে বিতর্কে অবশেষে নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে তৈরি দু’টি করোনার ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় কিনে তা রাজ্য সরকারগুলিকে বিনামূল্য দেবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে কেন্দ্রের জন্য দু’টি ভ্যাকসিনের ক্রয়মূল্য ১৫০ টাকাই থাকবে ৷ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু’টি ডোজ বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে সরবরাহ করবে ৷
তবে বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্ধারিত দাম নিয়ে কোনও মন্তব্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে করা হয়নি ৷ প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে একই ভ্যাকসিনের ক্রয়মূল্যে বৈষম্য কেন হবে সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল ৷ যা নিয়ে রাজ্যগুলি প্রবল আপত্তি জানিয়েছিল ।

কেন্দ্র রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও, আসল সমস্যা যা ছিল তা থেকেই যাচ্ছে ৷ রাজ্য সরকারগুলিকে সরাসরি ভ্যাকসিন নিতে হলে ৪০০ টাকা দিয়েই কিনতে হবে ৷ আর তা না করতে পারলে কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে ৷ সেখানে কেন্দ্র যে হারে ভ্যাকসিন পাঠাবে, সেই মতো ভ্যাকসিনেশন হবে রাজ্যে ৷ আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও নিয়ম একই থাকছে ৷

 

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version