কেন বল হাতে দেখা যাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে? মুখ খুললেন স্বয়ং নিজেই

আইপিএলে ( ipl) এখনও পর্যন্ত পাঁচটি ম‍্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। কিন্তু বল হাতে এখনও দেখা যায়নি মুম্বই ইন্ডিয়ান্স তারকা বোলার হার্দিক পান্ডিয়াকে( hardik pandya)। এই মুহুর্তে জয়ের খোঁজে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। কেন বল হাতে নামছেন না হার্দিক? সেই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন তিনি।

হার্দিক বলেন,”আমি বল করতে ভালবাসি। নিয়মিত বল করতে না পারার জন্য মনের মধ্যে একটা যন্ত্রণাও রয়েছে। তবে এই কারণে কোনওদিন ব্যাটিংয়ের উপর প্রভাব পড়েনি। যদিও আমি সারাজীবন অলরাউন্ডার হিসেবেই পরিচিতি পেতে চাই। আর তাই এমন কঠিন সময় খুব দ্রুত পুরোপুরি সুস্থ হওয়ার দিকে নজর দিচ্ছি।”

কেন হার্দিককে বল করানো হচ্ছে না, এ বিষয়ে বারবারই হার্দিকের কাঁধের চোটের কথাই বলছেন মুম্বই শিবির। শেষ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বল করে ছিলেন হার্দিক। তিন ম্যাচের একদিনের সিরিজে বল হাতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন:৪৮ শের সচিনকে জন্মদিনের শুভেচ্ছা সৌরভ, কোহলিদের

Advt