শনিবার মালদাতে সভা করেছিলেন বিজেপির(bjp) মিঠুন চক্রবর্তী( Mithun chakraborty)। তা নিয়ে বিতর্কও হয়। এবার প্রচারের শেষদিন সোমবার তার পাল্টা দিতে মালদার ময়দানে তৃণমূল (tmc) নামাচ্ছে কুণাল ঘোষকে,( kunal ghosh) যিনি একদা মিঠুনঘনিষ্ঠ ছিলেন। সোমবার তিনটি সভা করবেন কুণাল। মালদা, ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে। সঙ্গে থাকবেন ডাঃ মানস ভুঁইঞা ও সুজাতা মন্ডল।