Thursday, August 21, 2025

করোনা পরিস্থিতির মধ্যেও সোমবার সপ্তম দফায় রাজ্যের ৫ জেলার ৩৪টি আসনে শুরু হতে চলেছে ভোটগ্রহণ পর্ব । সপ্তম দফায় মোট ৩৬টি আসনে ভোটের কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত হয়েছে। ওই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে। সোমবার দক্ষিণ দিনাজপুরের ৬ এবং পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট হবে। এ ছাড়া মালদহের ১২টির মধ্যে ৬, মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে ৯ (সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বাদে) এবং কলকাতার ১১টি আসনের মধ্যে ৪টি রয়েছে এই তালিকায়।

সপ্তম দফায় মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা প্রার্থী। এই দফায় কলকাতায় মোতায়েন থাকবে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ , সোমবার ৫ জেলার মধ্যে কলকাতার ৪ টি আসনে ভোট রয়েছে। সেগুলির মধ্যে হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনে ভোট হবে। কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর । মালদহ-র ৬ টি আসনের মধ্যে রয়েছে, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া। মুর্শিদাবাদের ৯ আসন, ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। এবং পশ্চিম বর্ধমানের ৯ টি আসন, যথাক্রমে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি ভোটগ্রহণ হবে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version