Sunday, August 24, 2025

আদালত চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Date:

‘প্রথমেই বলি এটা মাদ্রাজ হাইকোর্টের কোনো রায় নয় এটি একটি পর্যবেক্ষণ মাত্র। আর আদালত চাইলেই সবকিছু পারেনা। নির্বাচন কমিশনের স্থির করা ভোট গণনার দিন আদালত কখনোই স্থগিত করতে পারে না।’ মন্তব্য বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের। করোনা সংক্রমণ নিয়ে নির্বাচন কমিশনকে মাদ্রাজ হাইকোর্টের ( Madras High court ) ভর্ৎসনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অরুণাভ ঘোষ ( eminent lawyer arunabha Ghosh)। তিনি এদিন বললেন, “ভারতীয় সংবিধানের ২২৬, ৩২৯ সহ একাধিক ধারায় খুব স্পষ্ট করে বলা আছে আদালতের এক্তিয়ার কতটা। আদালত সুস্পষ্ট এবং নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষীকে শাস্তি দিতে পারে। কিন্তু কোনো নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে তা বন্ধ করতে পারে না। আমার ধারণা জনৈক বিচারপতির হাইকোর্টের এক্তিয়ারের ব্যাপারে সবটা জানা নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বয়ংশাসিত সংস্থা। হাইকোর্টের কোনও সাংবিধানিক এক্তিয়ার নেই গণনা বন্ধ করার। তাছাড়া ২ মে যদি ভোট গণনা স্থগিত হয়ে যায় তাহলে কার সুবিধে হবে? অবশ্যই বিজেপির। ২ মে ভোট গণনা না হলে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আর থাকবে না । তাহলে কি দাঁড়াল? সবটাই বিজেপির পক্ষে যাবে। লাভ বলতে শুধুই বিজেপির। ”

মাদ্রাজ হাইকোর্টের কোন মন্তব্যের জেরে আজ রাজ্য রাজনীতি তোলপাড়? দেশজুড়ে করোনাভাইরাসের লাগামছাড়া সংক্রমণের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট। সোমবারই মাদ্রাজ হাইকোর্ট করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী করেছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি কমিশনের আধিকারিকদের ‘খুনি’র সঙ্গে তুলনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট বলেছে যে, করোনাবিধি ঠিকমত পালন না করা হলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন এখানেই হাইকোর্ট কি চাইলেই ভোট গণনা বন্ধ করতে পারে? যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, একটি স্বয়ংশাসিত সংস্থার।

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version