Thursday, November 13, 2025

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সেনার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বাহিনী প্রধান বিপিন রাওয়াত

Date:

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের (Bipin Rawat) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra modi)। এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য কীভাবে পাওয়া যেতে পারে, বা আদৌ পাওয়া যেতে পারে কী না সেসব নিয়েই সোমবার বৈঠক হয় বলে জানা গিয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা  কোভিড সেন্টারগুলিতে কাজ করবেন। যারা দু এক মাসের মধ্যে বা গত দু-বছরের মধ্যে আগাম অবসর নিয়েছেন, তাঁদেরকেই এ কাজে ডাকা হচ্ছে। এছাড়াও অন্যান্য অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসারদেরও করোনা রোগীদের সুস্থ করে তোলার কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে সমস্ত মেডিক্যাল অফিসাররা কম্যান্ড, ডিভিশন এবং বায়ু ও নৌসেনার প্রধান দফতরের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরাও এখন থেকে কোভিড হাসপাতালের দায়িত্ব সামলাবেন। সাম্প্রতিক অক্সিজেন সংকট নিয়েও দুজনের মধ্যে বহুক্ষণ কথা হয়েছে বলে সেনা ও প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আপাতত সশস্ত্র বাহিনীর কাছে যত পরিমাণ অক্সিজেন রয়েছে, তা হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে দেশের নানা প্রান্তে যত দ্রুত সম্ভব যাতে অক্সিজেন পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও সেনাবাহিনী ১০০ শতাংশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি চিকিৎসকদের সহায়তার জন্য সেনাবাহিনীর নার্সদেরকেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্যাম্প বা তাঁবু তৈরির যে সমস্ত পরিকাঠামো বা চিকিৎসা সরঞ্জাম থাকে, তা দিয়ে কোভিড রোগীর চিকিৎসা কেন্দ্র বানানো হতে পারে বলে জানা গিয়েছে।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version