Thursday, May 15, 2025

প্রাণবায়ু: করোনা আক্রান্ত স্বামীর মুখে মুখ রেখে শ্বাস দিয়ে বাঁচানোর মরিয়া চেষ্টা স্ত্রীর

Date:

গোটা দেশে করোনা পরিস্থিতি(Corona situation) ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। উঠেছে একের পর এক হৃদয়বিদারক ছবি। মেরুদন্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো তেমনি এক ছবি প্রকাশ্যে এল ফের। ঘটনা উত্তর প্রদেশের(Uttar Pradesh)। দেখা যাচ্ছে প্রবল শ্বাসকষ্টে মৃত্যুর মুখে ঢলে পড়া স্বামীর প্রাণ বাঁচাতে মুখে মুখ রেখে শ্বাস দিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তাঁর স্ত্রী। যদিও স্ত্রীর এহেন মরিয়া চেষ্টা শেষপর্যন্ত সফল হয়নি। তবে করুণ এই ছবিই এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়(social media)।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার আবাস বিকাশ সেক্টর ৭-এর বাসিন্দা রবি সিঙ্ঘলের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে রওনা হয়েছিলেন স্ত্রী রেনু সিঙ্ঘল। অটোই করে দ্রুত সরোজিনী নাইডু মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেন তারা। তবে হাসপাতালে ভর্তি করার আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর আকার ধারণ করে। ভয়ংকর এই পরিস্থিতিতে স্বামীর প্রাণ বাঁচাতে শেষমেষ কৃত্রিম উপায়ে মুখে মুখ রেখে তার শরীরে প্রাণবায়ু দেওয়ার চেষ্টা করেন স্ত্রী। যদিও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি করার আগে অটোতেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন রবি। এই ঘটনার পর রীতিমতো বিহ্বল রেনুর ছবি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন:গরু পাচার মামলা : অনুব্রতকে মঙ্গলেই হাজিরার নির্দেশ CBI-এর, প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

উল্লেখ্য, শুধু উত্তরপ্রদেশ নয় দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের প্রায় সমস্ত রাজ্যে করোনা রোগীদের ভয়াবহ এমন ছবি বুঝিয়ে দিচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। হাসপাতালের বেড নেই অক্সিজেনের হাহাকার। অভাব কঠিন এই সময়ে জীবনদায়ী ওষুধের। এরই মাঝে সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন। দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লি।

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...
Exit mobile version