সিএবি ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ডিভিশন লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, দুরন্ত ব‍্যাটিং অভিমন‍্যু ঈশ্বরনের

সিএবি ( cab) ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ডিভিশন লিগ চ‍্যাম্পিয়ন হল মোহনবাগান অ‍্যাথলেটিক ক্লাব (mohunbagan)। এদিন তারা ছয় উইকেটে হারাল ভবানীপুরকে। বাগানের হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিমন‍্যু ঈশ্বরনের।

প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করে ভবানীপুর। ভবানীপুরের হয়ে শতরান অভিষেক দাসের। ৫৭ রান করেন অগ্নিভ পান। বাগানের হয়ে তিনটি উইকেট জেসল কারিয়া। দুটি উইকেট নেন সৌরভ মণ্ডল। একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং সায়ন ঘোষ।

জবাবে ব‍্যাট করতে জয় তুলে নেয় বাগান ব্রিগেড। দুরন্ত ব‍্যাটিং করেন অভিমন‍্যু ঈশ্বরন। ১৬৭ রান করেন তিনি। ৬২ রান করেন অনুষ্টুপ মজুমদার।

আরও পড়ুন:ক‍্যামিন্সের পর এবার করোনা যুদ্ধে আর্থিক সাহায্যে এগিয়ে এলেন ব্রেটলি