Saturday, November 8, 2025

কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে, তুলোধোনা এলাহাবাদ হাইকোর্টের

Date:

কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে । যার নিট ফল, উত্তরপ্রদেশের একাধিক বড় শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে । এই বিষয়ে বড় পদক্ষেপ নিল এলাহাবাদ হাইকোর্ট। কোভিডে সবচেয়ে প্রভাবিত জেলাগুলিতে নজরদারি করার জন্য নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। প্রশাসনের কাজকর্ম, গাফিলতির উপর নজর রাখবেন এই বিচারবিভাগীয় আধিকারিকরা। তারপর হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন।
আরও এক ধাপ এগিয়ে হাইকোর্ট যোগী সরকারকে তুলোধোনা করে বলেছে, “আমার কথাই শেষ কথা, যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁদের এই ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের সমস্ত শ্রেণির কাছ থেকে পরামর্শ নিতে হবে।” একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ ভারমা এবং অজিত কুমারের বেঞ্চ জানিয়েছেন, নোডাল অফিসাররা রিপোর্ট জমা দেবেন। তার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেবে আদালত।
আদালত এদিন জানিয়েছে, “অনেক বড় শহরে করোনার ভূত রাস্তায়-পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এতে যে কারও কপাল পুড়তে পারে। আদালতের মত, যাঁরা ধনী তাঁরা হয়তো বেঁচে যাবেন, কিন্তু যাঁরা বাঁচবেন না ইতিহাস তাঁদের মনে রাখবে এইভাবে যে, যথাযথ চিকিৎসার অভাবে মারা গিয়েছিলেন।” হাইকোর্ট লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, আগ্রা, গোরক্ষপুর, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর এবং ঝাঁসির জেলাশাসকদের নির্দেশ দিয়েছে, একজন করে বিচারবিভাগীয় আধিকারিককে নোডাল অফিসার পদে মনোনীত করার জন্য।
হাইকোর্ট আরও জানিয়েছে, রাজ্য সরকার যেন হাসপাতালগুলিতে করোনায় মৃতদের সংখ্যা এবং কোভিড চিকিৎসায় কী কী পরিষেবা দেওয়া হচ্ছে তা নোডাল অফিসারকে রিপোর্ট দেয়। তথ্যসংক্রান্ত প্রকৃত নথি যেন প্রত্যেকদিন নোডাল অফিসারদের পাঠানো হয়। পাশাপাশি করোনা কালে পঞ্চায়েত নির্বাচনের নামে কোভিড বিধি লঙ্ঘন নিয়ে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনকেও নোটিস পাঠিয়েছে হাইকোর্ট।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version