মোদির “আত্মনির্ভর ভারত”: মেলেনি শববাহী গাড়ি, বাইকেই মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানের পথে ছেলে

প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) “আত্মনির্ভর ভারত” (Atmanirvar Bharat)-এর বড়াই নিয়ে এবার কটাক্ষ শুরু হলো। করোনা (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। অক্সিজেন নেই, নেই ভ্যাকসিন কিংবা হাসপাতালের বেড। সংক্রমণে বিশ্ব রেকর্ড। মৃত্যু মিছিল। শ্মশানের (Burning Ghat) বাইরে লম্বা লাইন। এরই মধ্যে ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো গোটা দেশ। অ্যাম্বুলেন্স কিংবা শববাহী গাড়ি না মেলায় বাইকেই দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। অন্ধপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামের (Shikakulam) ঘটনা আপনাকে চমকে দেবে।

জানা গিয়েছে, সম্প্রতি করোনার উপসর্গ ছিল বছর পঞ্চাশের এক মহিলার শরীরে। করোনা টেস্টও হয়েছিল তাঁর, কিন্তু রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পরেও করুণ পরিণতি অন্ধপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মাদ্রাসা মন্ডল গ্রামের বাসিন্দা জি চেঞ্চু নামে ওই মহিলার।

আরও  পড়ুন-ব্যর্থতা ফাঁস, তাই করোনা টিকা নিয়ে মমতার চিঠির জবাবই দেননি মোদি

অ্যাম্বুলেন্সে করে শ্মশানের পথে দেহ নিয়ে যাওয়া হবে বলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই মহিলার পরিবার। কিন্তু আক্রান্তের সংখ্যা এত বেশি যে কোনও অ্যাম্বুলেন্স ফাঁকা নেই। তাই অবশেষে নিজের বাইকেই মাকে দাহ করতে নিয়ে যেতে বাধ্য তাঁর ছেলে নরেন্দ্র ও জামাই রমেশ।

গতবছরও এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। স্ত্রীকে দাহ করতে মৃতদেহ কাঁধে নিয়ে ছোট্ট মেয়ের হাত ধরে কয়েক মাইলের পর মাইল হেঁটে শ্মশানে পৌঁছেছিলেন এক ব্যক্তি। দিন কয়েক আগে তেলেঙ্গানায় স্ত্রীর মৃতদেহ ৩ কিলোমিটার কাঁধে নিয়ে শ্মশানে পৌঁছে ছিলেন এক হতদরিদ্র।