Saturday, August 23, 2025

কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে, তুলোধোনা এলাহাবাদ হাইকোর্টের

Date:

কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে । যার নিট ফল, উত্তরপ্রদেশের একাধিক বড় শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে । এই বিষয়ে বড় পদক্ষেপ নিল এলাহাবাদ হাইকোর্ট। কোভিডে সবচেয়ে প্রভাবিত জেলাগুলিতে নজরদারি করার জন্য নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। প্রশাসনের কাজকর্ম, গাফিলতির উপর নজর রাখবেন এই বিচারবিভাগীয় আধিকারিকরা। তারপর হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন।
আরও এক ধাপ এগিয়ে হাইকোর্ট যোগী সরকারকে তুলোধোনা করে বলেছে, “আমার কথাই শেষ কথা, যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁদের এই ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের সমস্ত শ্রেণির কাছ থেকে পরামর্শ নিতে হবে।” একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ ভারমা এবং অজিত কুমারের বেঞ্চ জানিয়েছেন, নোডাল অফিসাররা রিপোর্ট জমা দেবেন। তার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেবে আদালত।
আদালত এদিন জানিয়েছে, “অনেক বড় শহরে করোনার ভূত রাস্তায়-পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এতে যে কারও কপাল পুড়তে পারে। আদালতের মত, যাঁরা ধনী তাঁরা হয়তো বেঁচে যাবেন, কিন্তু যাঁরা বাঁচবেন না ইতিহাস তাঁদের মনে রাখবে এইভাবে যে, যথাযথ চিকিৎসার অভাবে মারা গিয়েছিলেন।” হাইকোর্ট লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, আগ্রা, গোরক্ষপুর, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর এবং ঝাঁসির জেলাশাসকদের নির্দেশ দিয়েছে, একজন করে বিচারবিভাগীয় আধিকারিককে নোডাল অফিসার পদে মনোনীত করার জন্য।
হাইকোর্ট আরও জানিয়েছে, রাজ্য সরকার যেন হাসপাতালগুলিতে করোনায় মৃতদের সংখ্যা এবং কোভিড চিকিৎসায় কী কী পরিষেবা দেওয়া হচ্ছে তা নোডাল অফিসারকে রিপোর্ট দেয়। তথ্যসংক্রান্ত প্রকৃত নথি যেন প্রত্যেকদিন নোডাল অফিসারদের পাঠানো হয়। পাশাপাশি করোনা কালে পঞ্চায়েত নির্বাচনের নামে কোভিড বিধি লঙ্ঘন নিয়ে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনকেও নোটিস পাঠিয়েছে হাইকোর্ট।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version