Tuesday, November 4, 2025

কমিশনের গণনা সংক্রান্ত নির্দেশিকা ‘বিভ্রান্তিকর’, জবাব চেয়ে চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Date:

Share post:

আদালতের ভর্ৎসনা শুনে অতি-সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন (ECI)৷ আর এই অতিসক্রিয়তার ঠেলায় বিভ্রান্তিকর নির্দেশিকা জারি করেছে কমিশন৷ নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে পাল্টা চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷

এই নির্দেশিকায় (Directions) কমিশন গণনাকেন্দ্রে (Counting Centres) প্রার্থী, প্রার্থীর এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে নয়া নিয়মের উল্লেখ করেছে৷

নির্দেশিকা হাতে পাওয়ার পরই তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) কমিশনের এই নয়া নিয়মে একাধিক বিভ্রান্তির গুরুতর অভিযোগ এনেছেন৷ কমিশনকে পাল্টা চিঠি পাঠিয়ে দ্রুত এই বিভ্রান্তি দূর করে সঠিক নির্দেশিকা জারি করার অনুরোধ করেছেন৷

সংক্রমণের কথা মাথায় রেখে কমিশন এক নির্দেশিকায় বুধবার জানিয়েছে, আগামী ২ মে গণনার দিন গণনাকেন্দ্রে প্রার্থী বা এজেন্টদের প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট বা সংশ্লিষ্ট ব্যক্তি দুটো ডোজ ভ্যাকসিন নিয়েছেন, এমন প্রমাণ বা সার্টিফিকেট দেখাতে হবে৷ তা না হলে, গণনাকেন্দ্রের মধ্যে কাউকেই ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন- এবার গোয়ায় লকডাউন, মহারাষ্ট্রে মেয়াদ বাড়ল আরও ১৫দিন

ওই নির্দেশিকাতেই নির্বাচন কমিশন জানিয়েছে, সাম্প্রতিকতম করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট থাকলে, তবেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন প্রার্থী ও তাঁর এজেন্ট।

আর এইখানেই বিভ্রান্তির উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ কমিশনে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, “ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনা-পরীক্ষা করাতে হবে ‘within 48 hrs of start Of counting’৷ ডেরেকের প্রশ্ন, এর অর্থ গণনা ২ মে হলেও, করোনা-নেগেটিভ সার্টিফিকেট আগামী ৪ মে-র মধ্যে দেখালেও হবে৷ এটাই কী কমিশনের নির্দেশ ? এই বিভ্রান্তিকর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে দ্রুত বিষয়টি স্পষ্ট করতে বা clarify করতে বলেছেন৷

বিভ্রান্তি আরও আছে৷ ডেরেক ও’ব্রায়েন কমিশনের কাছে দ্বিতীয় একটি অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করতে বলেছেন৷ ডেরেক লিখেছেন, নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল বেলা ৫টার মধ্যে কমিশনের কাছে প্রার্থীর কাউন্টিং এজেন্টদের নামের তালিকা জমা দিতে হবে৷ এর পর যদি দেখা যায় নাম জমা দেওয়া কাউন্টিং এজেন্টদের কেউ করোনা-পজিটিভ হয়েছেন, সেক্ষেত্রে পরিবর্ত কাউন্টিং এজেন্টদের নাম জানানো যাবে৷ ডেরেকের অভিযোগ, পজিটিভ হওয়া এজেন্টদের পরিবর্তে নতুন কাউন্টিং এজেন্টদের নাম জানানোর কথা বলা হলেও, কবে সেই নাম জানাতে হবে, সে বিষয়ে ওই নির্দেশিকায় কিছুই বলা নেই৷ এর ফলে দলের গণনা-সংক্রান্ত পরিকাঠামো সাজিয়ে তুলতে সমস্যা হচ্ছে৷ এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কমিশনের দ্রুত জবাব দাবি করেছেন ডেরেক ও’ব্রায়েন৷

আরও পড়ুন- রাত পোহালেই ভোট অষ্টমী, শেষ ল্যাপে খেলতে নামছেন যেসকল নজরকাড়া প্রার্থী

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...