Thursday, December 18, 2025

কমিশনের গণনা সংক্রান্ত নির্দেশিকা ‘বিভ্রান্তিকর’, জবাব চেয়ে চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Date:

Share post:

আদালতের ভর্ৎসনা শুনে অতি-সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন (ECI)৷ আর এই অতিসক্রিয়তার ঠেলায় বিভ্রান্তিকর নির্দেশিকা জারি করেছে কমিশন৷ নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে পাল্টা চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷

এই নির্দেশিকায় (Directions) কমিশন গণনাকেন্দ্রে (Counting Centres) প্রার্থী, প্রার্থীর এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে নয়া নিয়মের উল্লেখ করেছে৷

নির্দেশিকা হাতে পাওয়ার পরই তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) কমিশনের এই নয়া নিয়মে একাধিক বিভ্রান্তির গুরুতর অভিযোগ এনেছেন৷ কমিশনকে পাল্টা চিঠি পাঠিয়ে দ্রুত এই বিভ্রান্তি দূর করে সঠিক নির্দেশিকা জারি করার অনুরোধ করেছেন৷

সংক্রমণের কথা মাথায় রেখে কমিশন এক নির্দেশিকায় বুধবার জানিয়েছে, আগামী ২ মে গণনার দিন গণনাকেন্দ্রে প্রার্থী বা এজেন্টদের প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট বা সংশ্লিষ্ট ব্যক্তি দুটো ডোজ ভ্যাকসিন নিয়েছেন, এমন প্রমাণ বা সার্টিফিকেট দেখাতে হবে৷ তা না হলে, গণনাকেন্দ্রের মধ্যে কাউকেই ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন- এবার গোয়ায় লকডাউন, মহারাষ্ট্রে মেয়াদ বাড়ল আরও ১৫দিন

ওই নির্দেশিকাতেই নির্বাচন কমিশন জানিয়েছে, সাম্প্রতিকতম করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট থাকলে, তবেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন প্রার্থী ও তাঁর এজেন্ট।

আর এইখানেই বিভ্রান্তির উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ কমিশনে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, “ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনা-পরীক্ষা করাতে হবে ‘within 48 hrs of start Of counting’৷ ডেরেকের প্রশ্ন, এর অর্থ গণনা ২ মে হলেও, করোনা-নেগেটিভ সার্টিফিকেট আগামী ৪ মে-র মধ্যে দেখালেও হবে৷ এটাই কী কমিশনের নির্দেশ ? এই বিভ্রান্তিকর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে দ্রুত বিষয়টি স্পষ্ট করতে বা clarify করতে বলেছেন৷

বিভ্রান্তি আরও আছে৷ ডেরেক ও’ব্রায়েন কমিশনের কাছে দ্বিতীয় একটি অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করতে বলেছেন৷ ডেরেক লিখেছেন, নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল বেলা ৫টার মধ্যে কমিশনের কাছে প্রার্থীর কাউন্টিং এজেন্টদের নামের তালিকা জমা দিতে হবে৷ এর পর যদি দেখা যায় নাম জমা দেওয়া কাউন্টিং এজেন্টদের কেউ করোনা-পজিটিভ হয়েছেন, সেক্ষেত্রে পরিবর্ত কাউন্টিং এজেন্টদের নাম জানানো যাবে৷ ডেরেকের অভিযোগ, পজিটিভ হওয়া এজেন্টদের পরিবর্তে নতুন কাউন্টিং এজেন্টদের নাম জানানোর কথা বলা হলেও, কবে সেই নাম জানাতে হবে, সে বিষয়ে ওই নির্দেশিকায় কিছুই বলা নেই৷ এর ফলে দলের গণনা-সংক্রান্ত পরিকাঠামো সাজিয়ে তুলতে সমস্যা হচ্ছে৷ এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কমিশনের দ্রুত জবাব দাবি করেছেন ডেরেক ও’ব্রায়েন৷

আরও পড়ুন- রাত পোহালেই ভোট অষ্টমী, শেষ ল্যাপে খেলতে নামছেন যেসকল নজরকাড়া প্রার্থী

Advt

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...