Saturday, November 8, 2025

পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেহাল অবস্থা ভারতের। হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত অক্সিজেন। দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন পরিস্থিতি সামাল দিতে সরকার নিজের মতো করে রণনীতি বানাতে শুরু করেছে। এরই মাঝে ভয়াবহ এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে ভারতে অভিযোজিত এবং ধ্বংসাত্মক রূপ নেওয়া কোভিডের B.1.617 প্রজাতির ভাইরাসের দেখা মিলেছে বিশ্বের ১৭টি দেশে। ভারতে অভিযোজিত হওয়া কোভিডের এই ভাইরাসটি আগের তুলনায় আরো ভয়াবহ।

গত মঙ্গলবার ভারতীয় স্ট্রেনের অস্তিত্ব নিজেদের দেশে পাওয়া গিয়েছে দাবি করে GISAID ডেটাবেসে তথ্য আপলোড করেছে ১৭ টি দেশ। হু-এর তরফ জানানো হয়েছে, অতিমারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

আরও পড়ুন:চাপের মুখে কোভিশিল্ডের দাম কমাল সেরাম

উল্লেখ্য, নিজের বৈশিষ্ট্য পাল্টে ফেলে আরও মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেন। নয়া স্ট্রেন আরও বেশি সংক্রামক, আরও বেশি মারাত্মক। শুধু তাই নয় ভ্যাকসিনের প্রভাবকেও রীতিমতো উপেক্ষা করে এই প্রজাতির ধ্বংসাত্মক চরিত্র ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ভারতের মাটিতে। এই পরিস্থিতিতে হু-এর তরফে জানানো হয়েছে এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে এই প্রজাতি আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে। ফলে অন্য প্রজাতিগুলিও যে চরিত্র পাল্টাবে তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এর মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই সচেতন না হলে সমূহ বিপদ।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version