Sunday, August 24, 2025

পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেহাল অবস্থা ভারতের। হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত অক্সিজেন। দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন পরিস্থিতি সামাল দিতে সরকার নিজের মতো করে রণনীতি বানাতে শুরু করেছে। এরই মাঝে ভয়াবহ এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে ভারতে অভিযোজিত এবং ধ্বংসাত্মক রূপ নেওয়া কোভিডের B.1.617 প্রজাতির ভাইরাসের দেখা মিলেছে বিশ্বের ১৭টি দেশে। ভারতে অভিযোজিত হওয়া কোভিডের এই ভাইরাসটি আগের তুলনায় আরো ভয়াবহ।

গত মঙ্গলবার ভারতীয় স্ট্রেনের অস্তিত্ব নিজেদের দেশে পাওয়া গিয়েছে দাবি করে GISAID ডেটাবেসে তথ্য আপলোড করেছে ১৭ টি দেশ। হু-এর তরফ জানানো হয়েছে, অতিমারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

আরও পড়ুন:চাপের মুখে কোভিশিল্ডের দাম কমাল সেরাম

উল্লেখ্য, নিজের বৈশিষ্ট্য পাল্টে ফেলে আরও মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেন। নয়া স্ট্রেন আরও বেশি সংক্রামক, আরও বেশি মারাত্মক। শুধু তাই নয় ভ্যাকসিনের প্রভাবকেও রীতিমতো উপেক্ষা করে এই প্রজাতির ধ্বংসাত্মক চরিত্র ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ভারতের মাটিতে। এই পরিস্থিতিতে হু-এর তরফে জানানো হয়েছে এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে এই প্রজাতি আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে। ফলে অন্য প্রজাতিগুলিও যে চরিত্র পাল্টাবে তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এর মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই সচেতন না হলে সমূহ বিপদ।

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version