Saturday, August 23, 2025

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। যা গত বছরের থেকেও মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণে বিশ্ব রেকর্ড। বাজারে অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত ভ্যাকসিন। শুরু হয়েছে মৃত্যু মিছিল। শ্মশানের বাইরে লম্বা লাইন। নরেন্দ্র মোদির “আত্মনির্ভর ভারত”-এ মৃতদেহ সৎকারে শববাহী গাড়ি পর্যন্ত মিলছে না।

ঠিক এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় এবার সম্পূর্ণ লকডাউনের (Lockdown) পথে হাঁটল গোয়া (Goa)। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছে গোয়া সরকার। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধে থেকে ৩ মে সকাল অবধি এই লকডাউন জারি থাকবে। করোনা ঠেকাতে আপাতত এই চারদিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ, বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী (CM) প্রমোদ সাওয়ান্ত (Pramd Swayant) বলেন, “২৯ এপ্রিল সন্ধে সাতটা থেকে ৩ মে সকাল পর্যন্ত গোয়ায় লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা এবং শিল্পক্ষেত্রের কাজ চলবে। কিন্তু সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে। একইসঙ্গে এই চারদিন গোয়ার সমস্ত হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো, পাব বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা পরিবহনের জন্য সীমান্ত খোলা থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোয়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২,১১০। মৃত্যু হয়েছে ৩১ জনের। এখনও পর্যন্ত গোয়ায় সর্বমোট আক্রান্ত ৮১,৯০৮। মোট মৃত ১,০৮৬। সুস্থ হয়েছেন ৬৪,২৩১। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১৬,৫৯১।

অন্যদিকে, মারণ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে। সেখানে লকডাউনের মেয়াদ চলবে ১৫ মে পর্যন্ত। আজ, বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুণে–সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে সোমবার থেকে বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেদিকে নজর রেখেই আরও ১৫ দিনের জন্য লকডাউন বিধি বলবৎ থাকবে রাজ্যজুড়ে।

আরও পড়ুন- আবার অভিনয়ের জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version