Wednesday, November 12, 2025

পশ্চিমবঙ্গের সব হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতে মরিয়া নবান্ন

Date:

গোদের ওপর বিষ ফোঁড়া যেমন ঠিক তেমনই করোনা-সঙ্কটের মধ্যে দেশজুড়ে অক্সিজেনের আকাল। তবে বাংলার পরিস্থিতি এখনও ভালো। করোনা আবহে পশ্চিমবঙ্গের সব হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতে মরিয়া নবান্ন। এবং ঘাটতি যাতে না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। এ নিয়ে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিব। জারি করেছেন একগুচ্ছ নির্দেশিকাও।

ইতিমধ্যেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে অক্সিজেনের সঙ্কট নেই। এদিন নবান্নর তরফ থেকে বলা হয়েছে, প্রিন্সিপাল বা সুপাররাই প্রয়োজন অনুযায়ী জেলা হাসপাতালগুলির অক্সিজেন সরবরাহের পাইপলাইন তৈরি করতে পারবে। এর সমস্ত খরচ বহন করবে নবান্ন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক বছরে রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে আরও ৪১টি হাসাপাতালে পাইপলাইনের ব্যবস্থা করা হচ্ছে। নবান্ন জানিয়েছে, বাংলায় আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে।

আরও পড়ুন-বেনজির, মৃতদেহ সৎকারের জন্য ১৬ থেকে ২০ ঘন্টা পর্যন্ত অপেক্ষা !

অক্সিজেনের কালোবাজারি রুখতে জেলা ও মহকুমাশাসকদের কড়া নজর রাখতে নির্দেশ দিল রাজ্য সরকার। অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বড় হাসপাতালগুলিতে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসানো হবে। দেশের বিভিন্ন রাজ্যের মতো এ রাজ্যে যেন কোনও ভাবেই অক্সিজেনের অভাব না দেখা দেয় তার জন্য আগে থেকে প্রস্তুত হচ্ছে মমতার সরকার।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version