Saturday, August 23, 2025

করোনা নিয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাপস পালের স্ত্রী নন্দিনী, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

Date:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) ভয়ঙ্কর আকার ধারণ করছে। শিল্পপতি হোন কিংবা পথের ভিক্ষুক, সেলিব্রিটি হোন, রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ, মারণ ভাইরাসের হাত থেকে কেউ রক্ষা পাচ্ছেন না। এবার করোনার থাবা গিয়ে পড়ল প্রয়াত অভিনেতা (Actor) তাপস পালের (Tapas Paul) বাড়িতে। করোনা আক্রান্ত তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক (MLA)-সাংসদ (MP) প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী পালও (Nandini Paul)।

জানা গিয়েছে, সংকটজনক অবস্থায় গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নন্দিনীদেবী। আগে থেকেই শরীরে একাধিক সমস্যা ছিল নন্দিনী পালের। ফলে অত্যন্ত সংকটজনক তিনি। রক্তে সুগারের মাত্রা ওঠানামা করছে। চলছে প্লাজমা থেরাপি।

বিষয়টি কানে যাওয়ার পর থেকে তাপস পালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিনিয়ত তিনি খোঁজ রাখছেন নন্দিনীদেবী-সহ প্রয়াত অভিনেতার বাড়ির লোকেদের। তাপস-নন্দিনীর মেয়ে সোহিনী (Sohini Paul) জানিয়েছেন, এমন কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। হাজারো ব্যস্ততার মধ্যে একেবারে অভিভাবকের মতো প্রকৃত ‘দিদি’র ভূমিকা পালন করছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এমন ভূমিকার প্রশংসা করেছেন অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চটোপাধ্যায় (Sudipa Chatterjee)। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী-নন্দিনী পাল, কোভিডে আক্রান্ত, খুবই ক্রিটিকাল ও চিকিৎসাধীন। তাঁর অসহায় একমাত্র মেয়ে- সোহিনী পাল ও আমাদের পরিবারের পাশে সত্যিকারের ‘দিদি’র মতো দাঁড়িয়েছেন। কেবলমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ‘ধন্যবাদ’ জানিয়ে তাঁকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। শুধু এইটুকু বলবো- করুনাময় ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তাঁর সুস্থ, দীর্ঘজীবন কামনা করি।” একইসঙ্গে তাঁর অনুরোধ, “সকলের কাছে করজোড়ে অনুরোধ- এটি কোনও রাজনৈতিক পোস্ট নয়। দয়া করে সেটা বুঝে মন্তব্য করুন।”

আরও পড়ুন:লাটুরের এক শতবর্ষী- দম্পতি হেলায় হারিয়ে দিলেন করোনাকে

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version