Monday, August 25, 2025

বেলাগাম পরিস্থিতি, দেশে একদিনে করোনায় মৃত্যু ৩ হাজার ৬৪৫ জনের

Date:

বেলাগাম করোনা পরিস্থিতি। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। গত বছর থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। পাশাপাশি দেশে চলছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

আরও পড়ুন-সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

অন্যদিকে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রেকর্ড! শেষ ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ২০৭ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে কলকাতা।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩০৯ জন। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৫১। কর্নাটক (৩৯,০৪৭), কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে প্রায় ২৬ হাজার। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version