অন্যদিকে, ভোটের দিন সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হয়েছে আধাসেনার জওয়ান ও কমিশনের প্রতিনিধিরা। কথামত সকাল থেকেই ‘নজরবন্দি’ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত অষ্টম দফায় চার জেলায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। শেষ দফায় নজিরবিহীন নিরাপত্তা। কোভিড বিধি মেনে ভোট করানোই আজ কমিশনের চ্যালেঞ্জ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা । বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা।