Monday, November 3, 2025

টিকার যোগান নিয়ে হুমকি, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন সেরাম কর্তা

Date:

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) আদর পুনাওয়ালা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ’বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

১৬ এপ্রিল এসআইআই-এর ডিরেক্টার প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পুনাওয়ালার নিরাপত্তার আবেদন জানিয়ে একটি চিঠি লেখেন। এরপরই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। চিঠিতে প্রকাশ কুমার সিং জানান, কোভিশিল্ড-এর যোগান নিয়ে লাগাতার পুনাওয়ালার কাছে হুমকি আসছে। দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।
প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন কমান্ডো।
উল্লেখ্য বুধবারই রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সেরাম। কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার থেকে তাঁদের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড কিনতে পারবেন ৩০০ টাকায়। পূর্ব নির্ধারিত দাম অনুযায়ী, ৪০০ টাকায় কোভিশিল্ড দেওয়ার কথা জানিয়েছিল সেরাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কারণ, সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের দামের এই তারতম্যের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়। এরপরই সিদ্ধান্ত বদলাল সেরাম।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version