Thursday, August 28, 2025

শনিবারের বদলে শুক্রবারই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

Date:

রাজ্যে গণনা ২ মে৷ গণনার ঠিক দুদিন আগে, শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ২০১১ বা ২০১৬ সালের ভোট গণনার আগে তিনি এমন কোনও বৈঠক না করলেও এবার তৃণমূলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ২৮৮ জন প্রার্থী ও তাঁদের এজেন্টদের৷ সূত্রের খবর, গণনা (Counting) প্রসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন মমতা। দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের খবর পৌঁছে গিয়েছে। বৈঠকে বিশেষভাবে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে কয়েকজন প্রার্থী এই বৈঠকে থাকছেন না৷ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি। ভোট না হলেও সামশেরগঞ্জের বিদায়ী বিদায় তথা বর্তমান প্রার্থী আমিরুল ইসলামকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই কেন্দ্রের ভোট ১৬ মে। সংক্রমণের কারণে এবার গণনার সময় বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে কমিশন (ECI)। কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা। কমিশনের এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে দাবি করে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। গণনার সময় নতুন নিয়ম নিয়ে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতেই সম্ভবত দলনেত্রী এই জরুরি বৈঠক তলব করেছেন বলে মনে করা হচ্ছে। বাইরে যাই হয়ে যাক, দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছেড়ে সেখানেই পড়ে থাকতে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version