Tuesday, December 2, 2025

আমরাই ক্ষমতায় আসব, গণনা শেষের আগে কেউ কেন্দ্র ছাড়বেন না: নির্দেশ মমতার

Date:

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁরাই ক্ষমতায় আসবেন। কিন্তু শেষ পর্যন্ত গণনা না হলে কেউ যেন কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান।
শুক্রবার, দুপুরে দলের প্রার্থী ও এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই নির্দিশ দেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “আমরা ভাল ভাবেই সরকারে আসব। কিন্তু গণনা শেষ হওয়ার আগে কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না”।

তৃণমূল সুপ্রিমো বলেন, পোস্টার ব্যালট গোনার সময় হয়তো দলীয় প্রার্থীদের ফলাফল আশানুরূপ নাও হতে পারে কিন্তু মন খারাপ করলে হবে না।

কাউন্টিং নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। ভোরবেলা খাতা-পেন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে যাওয়ার পরামর্শ দিয়েছে তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমাদের অনেক আসন আছে যেখানে জয় নিশ্চিত। সেখানে বিজেপি (Bjp) সমস্যা করতে পারে৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি কেন্দ্রে বসে থাকবেন। বেরিয়ে আসবেন না”।

মমতা আশাবাদী এবার উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো ফল করবে তৃণমূল। বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষে জয় পাবে শাসক দলই। “কিন্তু প্রথমটা দেখে দুঃখ করে বেরিয়ে আসবেন না। শেষ অবধি অপেক্ষা করতে হবে”।

দলের এজেন্টদের আর যা যা নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো:

• ফর্ম ১৭ ভালো করে পড়ে তারপর গণনা শুরু করবেন।
• গণনাকেন্দ্রে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, পানীয়, সিগারেট নেবেন না।
• প্রলোভনে পা দেবেন না।
• সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করবেন।
• মেশিন ছেড়ে যাবেন না।
• কোনও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে জানাবেন।

রবিবার, লড়াই শেষ দিনে ময়দান আঁকড়ে বসে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...
Exit mobile version