রোজভ্যালি কাণ্ড : ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

রোজভ্যালি কাণ্ডে ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর নির্দিষ্ট ধারা মেনে রোজভ্যালির এ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি। রয়েছে স্থাবর-অস্থাবর, দু’ধরনের সম্পত্তিই।

আরও পড়ুন-আমরাই ক্ষমতায় আসব, গণনা শেষের আগে কেউ কেন্দ্র ছাড়বেন না: নির্দেশ মমতার

উল্লেখ্য, জানুয়ারির গোড়াতেই রোজভ্যালি সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করে সিবিআই। শুভ্রার বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন তিনি। ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায় টাকা সরিয়েছেন বলেই দাবি করা হয়েছে।