ফের দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৮ করোনা রোগীর মৃত্যু

প্রতীকী ছবি

ফের অক্সিজেনের অভাবে হাসপাতালেই মৃত্যু হল ৮ করোনা রোগীর। মৃতদের মধ্যে একজন ওই হাসপাতালে চিকিৎসকও রয়েছেন। শনিবার এই ঘটনাটি ঘটেছে দিল্লির বাটরা হাসপাতালে। এর আগেও দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। শুধু দিল্লির গঙ্গারাম হাসপাতালেই নয়, প্রায় প্রতিদিনই কোনো না কোনো হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। রোগীর পরিজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত সময়ে অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ রাজ্য বা সরকারের বিরুদ্ধে। কিন্তু আক্রান্তরা অক্সিজেনের অভাবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করতে বাধ্য হচ্ছেন। মৃতদের আত্মীয়দের দাবি, ওই হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Previous articleনিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দেহ সৎকার হবে , জানিয়ে দিল কলকাতা পুরসভা
Next articleরাত পোহালেই ভোট গণনা, হাইভোল্টেজ কেন্দ্রে নজরে কারা!