করোনা আক্রান্ত হয়ে একদিনে রাজ্যের দুই চিকিৎসকের মৃত্যু

মৃত্যু মিছিল চলছেই। করোনা আক্রান্ত হয়ে একদিনে রাজ্যের দুই চিকিৎসকের মৃত্যু হলো। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্যর। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই ওই চিকিৎসক ভেন্টিলেশনে ছিলেন। শনিবার তিনি প্রয়াত হলেন। অন্যদিকে, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক অলোক মখোপাধ্যায়ের। কয়েকদিন আগে করোনা পজিটিভ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে শনিবার মৃত্যু হয় তাঁর।