Sunday, November 2, 2025

দীর্ঘ তিন বছর জেল বন্দী থাকার পর অবশেষে আদালতের নির্দেশে মুক্তি পেলেন পশুখাদ্য মামলায় দোষী লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)। গত ১৭ এপ্রিল ঝাড়খন্ড হাইকোর্ট(Jharkhand High Court) থেকে জামিন পান লালু। তবে করোনা পরিস্থিতির(Corona situation) কারণে ১২ দিন পর অবশেষে জেল থেকে বেরোতে পারলেন তিনি।

পশুখাদ্য সংক্রান্ত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ১৯ মার্চ ২০১৮ থেকে সাজা খাটছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দীর্ঘদিন পর গত ১৭ এপ্রিল এই মামলায় লালুর জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খন্ড হাইকোর্ট। যদিও করোনা পরিস্থিতির কারণে জেল মুক্তির প্রয়োজনীয় সরকারি নিয়মাবলী সম্পন্ন করতে সময় লেগে যায় দীর্ঘ ১২ দিন। এরপর জামানত বন্ড পেশ করে গত শুক্রবার জেলের বাইরে বের হতে সক্ষম হন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে মেয়ে মিসার বাড়িতে রয়েছেন লালু। তবে জেল থেকে মুক্তি পেলেও আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে পশুখাদ্য দুর্নীতি মামলার এই অপরাধীকে। জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই লালু তাঁর বাড়ির ঠিকানা ও ফোন নম্বর বদল করতে পারবেন না। পাশাপাশি তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা থাকবে। বিনা অনুমতিতে বাইরে কোথাও যেতে পারবেন না তিনি।

আরও পড়ুন:মাধ্যমিক বাতিল করে ফর্মুলা ঘোষণা করুক রাজ্য: জয়িতা মৌলিকের কলম

উল্লেখ্য, পশুখাদ্য সম্পর্কিত দ্বিতীয় এক মামলায় লালু প্রসাদ যাদব আগেই জামানত পেয়ে গিয়েছিলেন। এরপর দুমকা কোষাগার ৩.১৩ কোটি টাকার তছরুপ মামলায় ৭ বছরের সাজা হয় লালুর। তবে জেলবন্দি থাকাকালীন অসুস্থ লালুর চিকিৎসা চলছিল এইমস হাসপাতালে। অবশেষে এই মামলায় জামিন পেয়ে জেল মুক্তি হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version