Wednesday, August 27, 2025

দীর্ঘ তিন বছর জেল বন্দী থাকার পর অবশেষে আদালতের নির্দেশে মুক্তি পেলেন পশুখাদ্য মামলায় দোষী লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)। গত ১৭ এপ্রিল ঝাড়খন্ড হাইকোর্ট(Jharkhand High Court) থেকে জামিন পান লালু। তবে করোনা পরিস্থিতির(Corona situation) কারণে ১২ দিন পর অবশেষে জেল থেকে বেরোতে পারলেন তিনি।

পশুখাদ্য সংক্রান্ত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ১৯ মার্চ ২০১৮ থেকে সাজা খাটছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দীর্ঘদিন পর গত ১৭ এপ্রিল এই মামলায় লালুর জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খন্ড হাইকোর্ট। যদিও করোনা পরিস্থিতির কারণে জেল মুক্তির প্রয়োজনীয় সরকারি নিয়মাবলী সম্পন্ন করতে সময় লেগে যায় দীর্ঘ ১২ দিন। এরপর জামানত বন্ড পেশ করে গত শুক্রবার জেলের বাইরে বের হতে সক্ষম হন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে মেয়ে মিসার বাড়িতে রয়েছেন লালু। তবে জেল থেকে মুক্তি পেলেও আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে পশুখাদ্য দুর্নীতি মামলার এই অপরাধীকে। জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই লালু তাঁর বাড়ির ঠিকানা ও ফোন নম্বর বদল করতে পারবেন না। পাশাপাশি তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা থাকবে। বিনা অনুমতিতে বাইরে কোথাও যেতে পারবেন না তিনি।

আরও পড়ুন:মাধ্যমিক বাতিল করে ফর্মুলা ঘোষণা করুক রাজ্য: জয়িতা মৌলিকের কলম

উল্লেখ্য, পশুখাদ্য সম্পর্কিত দ্বিতীয় এক মামলায় লালু প্রসাদ যাদব আগেই জামানত পেয়ে গিয়েছিলেন। এরপর দুমকা কোষাগার ৩.১৩ কোটি টাকার তছরুপ মামলায় ৭ বছরের সাজা হয় লালুর। তবে জেলবন্দি থাকাকালীন অসুস্থ লালুর চিকিৎসা চলছিল এইমস হাসপাতালে। অবশেষে এই মামলায় জামিন পেয়ে জেল মুক্তি হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version