Monday, November 3, 2025

সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, বৈঠকে দেশজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে আলোচনা করা হয় ৷ বৈঠকে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, তাঁর মন্ত্রিসভার সব সদস্যই যেন তাঁদের সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ৷ সেখানকার বাসিন্দাদের সবরকমভাবে সাহায্য করেন এবং তারপর তাঁরা কেমন আছেন, নিয়মিত সেই তথ্যও সংগ্রহ করেন ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর নির্দেশ, প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে ৷ তারপর তা মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷
এই বৈঠকের পর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, কোভিডের মোকাবিলায় সরকারের সবক’টি দফতরই একসঙ্গে এবং দ্রুত কাজ করে চলেছে ৷’’
এদিনের বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা সবক’টি রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন অনুযায়ী সবাইকে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ২৩ রাজ্যের জন্য ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে ৷’’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল ৷ তিনি বৈঠকে উপস্থিত সকলের সামনে দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

Advt

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...