Friday, January 30, 2026

সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, বৈঠকে দেশজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে আলোচনা করা হয় ৷ বৈঠকে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, তাঁর মন্ত্রিসভার সব সদস্যই যেন তাঁদের সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ৷ সেখানকার বাসিন্দাদের সবরকমভাবে সাহায্য করেন এবং তারপর তাঁরা কেমন আছেন, নিয়মিত সেই তথ্যও সংগ্রহ করেন ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর নির্দেশ, প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে ৷ তারপর তা মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷
এই বৈঠকের পর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, কোভিডের মোকাবিলায় সরকারের সবক’টি দফতরই একসঙ্গে এবং দ্রুত কাজ করে চলেছে ৷’’
এদিনের বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা সবক’টি রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন অনুযায়ী সবাইকে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ২৩ রাজ্যের জন্য ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে ৷’’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল ৷ তিনি বৈঠকে উপস্থিত সকলের সামনে দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

Advt

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...