মুম্বই ইন্ডিয়ান্সের( mumbai indiance) কাছে ম্যাচ হেরে ক্ষুব্ধ চেন্নাই সুপার কিংস( chennai super kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( ms dhoni)। পোলার্ডের ক্যাচ মিস করাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন সিএসকে অধিনায়ক। ৬৮ রানের মাথায় পোলার্ডের ক্যাচ ফেলে দেন ডুপ্লেসি। আর তাতেই হারের মুখ দেখতে হয়েছে বলে মনে করছেন মাহি।

সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন,” বোলারদের দোষ না দিলেও এটা বলতে পারি, ক্যাচ কিন্তু ম্যাচ বদলে দেয়। আমার মনে হয় গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ক্যাচ ফেলেছি।”
বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে সিএসকে। সেই ম্যাচে দল ঘুরে দাড়াবে বলে মনে করছেন চেন্নাই অধিনায়ক। ধোনি বলেন,” এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এরকম ম্যাচ হারলে হতাশ লাগেই। কিন্তু কঠিন ম্যাচ থেকেই শেখা যায়। প্রতিটা ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে আমাদের।”

আরও পড়ুন:পোলার্ডের প্রশংসায় রোহিত
