Monday, August 25, 2025

গান্ধী পরিবার এখন অতীত, দেশের সামগ্রিক রাজনীতিতে বিজেপি- বিরোধী ‘জাতীয় মুখ’ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷

বাংলায় একক দক্ষতায় মোদি-শাহ তথা গোটা কেন্দ্রীয় সরকারের আগ্রাসী থাবা ভোঁতা করে দিয়েছেন মমতা৷ আর তারপরই গোটা দেশের বিরোধী শক্তি একবাক্যে মেনে নিয়েছে, মোদি- শাহের রথ থামিয়ে দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷

জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী প্রধান মুখ হিসাবে এখনও প্রথমেই ভাবা হয় সোনিয়া বা রাহুল গান্ধীর নাম৷ বাংলার ভোটের ফলপ্রকাশের পর জাতীয়স্তরে এক নিঃশব্দ বিপ্লব ঘটে গিয়েছে৷ দেশের বিরোধী নেতাদের অভিনন্দন বার্তায় ভেসে গিয়েছেন তৃণমূলনেত্রী৷ সর্বস্তরের বিরোধীনেতারা বুঝে ফেলেছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের ক্যারিশমায় সব বিরোধীদের এক ছাতার তলায় এনে মোদি-শাহকে উৎখাত করতে পারেন
একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ এদিনই স্পষ্ট হয়েছে, সোনিয়া- রাহুলকে ছাপিয়ে মমতাই জাতীয় রাজনীতির বিরোধী মুখ!

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে ভেঙে চুরমার অধিকারী গড়ের মিথ, নন্দীগ্রাম আদালতে যাবে তৃণমূল

ঠিক এই সুরেই এদিন মন্তব্য করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও৷ তিনি বলেছেন,
“কংগ্রেস নয়, বাংলার ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌

ঠিক এতখানি স্পষ্টভাবে না বললেও অরবিন্দ কেজরিওয়ল, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, ওমর আবদুল্লা, তেজস্বী যাদবও মমতাকে পাঠানো শুভেচ্ছাবার্তায় এমন ইঙ্গিতই দিয়েছেন। শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত দলের মুখপত্র ‘সামনা’য় লিখেছেন, “২ মে ফলের পর দিল্লিতে কম্পন অনুভূত হবে।’ মোদি- শাহকে একক লড়াইয়ে হারিয়ে দিয়ে দেশের রাজনীতিতে রবিবার ফের নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তৃণমূল সুপ্রিমো৷ রাজনৈতিক মহল এখন থেকেই বলতে শুরু করেছে, ২০২৪-এর লোকসভা ভোটে মোদি- বিরোধী জোটের প্রধান মুখ হতে চলেছেন তৃণমূল নেত্রীই। বাংলার এবারের ভোট নিতান্তই তৃণমূল- বিজেপির লড়াই ছিলো না৷ লড়াই হয়েছে মমতা বনাম মোদি-শাহ-কেন্দ্রীয় সরকারের৷ তাই সারা দেশের চোখ ছিল বাংলার ভোটের দিকেই। আর সেই লড়াইয়ে হেলায় মোদি- শাহকে পরাস্ত করে বাংলাকে রক্ষা করছেন মমতা৷
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন মমতা। বলেছিলেন, লোকসভা ভোটে জিতে বিরোধী জোটই দেশের সরকার গড়বে। শেষ পর্যন্ত তা হয়নি। কংগ্রেস সেভাবে হাত বাড়ায়নি৷ কিন্তু তাতে মমতার বিজেপি- বিরোধিতা ধাক্কা খায়নি৷ আর এবার তো নিজেই নিজের মতো লড়াই করে চুপসে দিলেন মোদি- শাহের অহংকার, দম্ভ আর ঔদ্ধত্যের বেলুন৷

আরও পড়ুন- চিতার ধোঁয়াকে সন্ধ্যারতি ভেবেই ডুবে গেলো বিজেপি

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version