বাংলায় (Bengal) ২০০ পার করার প্রতিজ্ঞা করেছিলেন। বারবার ঘোষণা করেছিলেন, এবার বাংলা দখল করেই ছাড়বে বিজেপি (bjp)। নির্বাচনী পর্বে একের পর এক জনসভা, ঝোড়ো প্রচার করেও কিন্তু বাংলার মন জয়ে ব্যর্থ তাঁর দল। পরাজয়ের ধাক্কাটা তাই সম্ভবত হজম হচ্ছে না বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah)। রবিবার ফল ঘোষণার বেশ কয়েক ঘণ্টা পরে যখন টুইট করলেন অমিত, তখন তাতে স্পষ্ট, পরাজয়ের ধাক্কাটা সহজে মেনে নিতে পারেননি তিনি। প্রথামাফিক টুইটবার্তায় তাই বিপক্ষ শিবিরের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও অভিনন্দন নেই। খানিক নিরাসক্ত ভঙ্গিতে অমিত শুধু লিখেছেন, বাংলার মানুষের রায়কে সম্মান জানাই।

একইসঙ্গে, বাংলার বিজেপি কার্যকর্তাদের মনোবল ধরে রাখার চেষ্টায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে তাঁর বার্তা, বিজেপি শক্তিশালী বিরোধী দল হিসাবে বাংলার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করবে।

আরও পড়ুন- দলের ভরাডুবি হলেও বিজেপিকে হারানোর জন্য মমতাকে অভিনন্দন রাহুলের
