Saturday, August 23, 2025

হাইভোল্টেজ ভোটগণনার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

Date:

৫ জেলার ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। ২১এর নির্বাচনকে পাখির চোখ করে বারবার নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভোটগণনার দিনই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। অক্সিজেনের ঘাটতি, প্রতিষেধক, ওষুধ, হাসপাতালের পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

গতকাল দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে এক চিকিৎসকের আত্মহত্যার খবরও পাওয়া গিয়েছে। এমতাবস্থায় দেশের বিভিন্ন প্রান্তের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরমধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি রাজধানীতেই। কী কী কৌশল নিয়ে এগোলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, তা পর্যাচলোচনা করতেই আজ সকালে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ।কোথাও অক্সিজেনের হাহাকার, কোথাও হাসপাতালের বেডের অভাব, কোথাও আবার জীবনদায়ী ওষুধের সঙ্কট। এইসব নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে দিল্লি হাইকোর্টও। শুধু তাই নয় ভারত বিশ্বের মধ্যে সব থেকে বেশি টিকা উৎপাদন করেও টিকার অভাব। মিলছে না টিকা। ১মে থেকে ১৮ থেকে ৪৪ বছরের সবার জন্য দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যগুলির হাতে পর্যাপ্ত টিকা না থাকায় তা শুরুই করা যায়নি। বেশির ভাগ রাজ্যই আগে জানিয়ে দিয়েছিল, যাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।রবিবারের বৈঠকে এই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version