পোস্টাল ব্যালট গণনা ধরে কোনো হিসেব উচিত নয়। তবু দুটি প্রবণতা বিশেষ ইঙ্গিতবাহী।

১) গত ২০১৬ সালে পোস্টাল ব্যালটে ২১০-এর বেশি আসনে এগিয়ে ছিল বাম-কং জোট। এবার তারা মাত্র এখনও ৭টিতে। অথচ বিজেপি টক্কর দিচ্ছে তৃণমূলকে। উপসংহার, গতবার বাম-কংগ্রেসের ভোটাররা এবার বিজেপিকে ভোট দিয়েছেন। বাম ভোট রামে গিয়েছে।

২) সেই হিসেবে এবারও তৃণমূল পিছিয়ে থাকা উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না। কী করে এটা সম্ভব? কারণ এবার পোস্টাল ব্যালটে সরকারি কর্মীদের সঙ্গে নতুন যোগ হয়েছে বাড়িতে এসে নেওয়া অশীতিপর বৃদ্ধবৃদ্ধাদের ভোট। এই ভোট নিশ্চিতভাবেই তৃণমূলের পক্ষে গিয়েছে। তাই পোস্টাল ব্যালটে এখনও ২০১৬র থেকে অনেকটা ভালো অবস্থায় তৃণমূল।

যদিও এটি একেবারেই প্রথম দিকের প্রবণতা। দেখা যাক পরে কী হয়।
আরও পড়ুন- বাংলার মসনদে কে? শুরু ভোট গণনা
