‘মোদি-শাহের দিবাস্বপ্নের বিরুদ্ধে রাজ্যের মানুষের নি:শব্দ বিপ্লব’, বললেন সুখেন্দু শেখর

“মোদি-শাহের বাংলা ‘দখল’-এর দিবাস্বপ্নের বিরুদ্ধে রাজ্যের মানুষের নি:শব্দ বিপ্লব।”

তৃণমূলের বিপুল জয়ের ছবি স্পষ্ট হতেই এই মন্তব্য করলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ এবং জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়৷ তিনি বলেছেন, “এই নির্বাচন ছিল নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির বাংলা ‘দখল’-এর দিবাস্বপ্নের বিরুদ্ধে রাজ্যের মানুষের নি:শব্দ বিপ্লব। করোনা বিপদকে উপেক্ষা করে বাংলায় বিভাজনের রাজনীতিতে মত্ত থাকার উচিত শিক্ষা পেয়েছেন এই দুই নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বাংলার মানুষকে শতকোটি প্রণাম।”

Advt

Previous articleএটা মমতার জয়: বহিরাগতের তত্ত্ব মেনে কার্যত হার স্বীকার কৈলাসের
Next articleবিজয়োল্লাসে বিধিভঙ্গ হলেই এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের