Thursday, August 21, 2025

বড় সিদ্ধান্ত কেন্দ্রের: কোভিড চিকিৎসায় কাজ করবেন এমবিবিএস পড়ুয়া, মেডিক্যাল ইন্টার্নরা

Date:

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এর সঙ্গে স্নাতকোত্তর স্তরের ডাক্তারিতে ভর্তির পরীক্ষা দ্বিতীয় বারের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ৩১ অগাস্টের আগে এই পরীক্ষা হবে না তবে পরীক্ষার আগে কয়েকমাস সময় দেওয়া হবে।

 

করোনায় বিপর্যস্ত দেশ। হাসপাতালে যাতে কর্মীর সংকট না দেখা দেয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। মোদির দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের প্রয়োজনে কাজে লাগানো যাবে। টেলিফোনে করোনা আক্রান্তদের পরামর্শ দেওয়া কিংবা মৃদু উপসর্গ যুক্ত রোগীর চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাঁদের দেওয়া যেতে পারে। কিন্তু তাঁরা সিনিয়র ডাক্তারদের অধীনে থেকে কাজ করবেন।” একই সঙ্গে বিএসসি নার্সিং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ডিগ্রিধারীদেরও কোভিড চিকিৎসায় কাজে লাগানো যাবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-মর্মান্তিক! অক্সিজেনের অভাবে কর্ণাটকে মৃত ২৪, প্রশাসনকে দুষলেন রাহুল

কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে দেখা গিয়েছে অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে কর্মীদের সংখ্যা কমছে। এর জেরে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি যে সব ডাক্তার এবং নার্সরা কোভিড চিকিৎসায় ১০০ দিন কাজ করেছেন, তাঁদের প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিশেষ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version