Monday, November 3, 2025

বড় সিদ্ধান্ত কেন্দ্রের: কোভিড চিকিৎসায় কাজ করবেন এমবিবিএস পড়ুয়া, মেডিক্যাল ইন্টার্নরা

Date:

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এর সঙ্গে স্নাতকোত্তর স্তরের ডাক্তারিতে ভর্তির পরীক্ষা দ্বিতীয় বারের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ৩১ অগাস্টের আগে এই পরীক্ষা হবে না তবে পরীক্ষার আগে কয়েকমাস সময় দেওয়া হবে।

 

করোনায় বিপর্যস্ত দেশ। হাসপাতালে যাতে কর্মীর সংকট না দেখা দেয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। মোদির দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের প্রয়োজনে কাজে লাগানো যাবে। টেলিফোনে করোনা আক্রান্তদের পরামর্শ দেওয়া কিংবা মৃদু উপসর্গ যুক্ত রোগীর চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাঁদের দেওয়া যেতে পারে। কিন্তু তাঁরা সিনিয়র ডাক্তারদের অধীনে থেকে কাজ করবেন।” একই সঙ্গে বিএসসি নার্সিং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ডিগ্রিধারীদেরও কোভিড চিকিৎসায় কাজে লাগানো যাবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-মর্মান্তিক! অক্সিজেনের অভাবে কর্ণাটকে মৃত ২৪, প্রশাসনকে দুষলেন রাহুল

কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে দেখা গিয়েছে অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে কর্মীদের সংখ্যা কমছে। এর জেরে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি যে সব ডাক্তার এবং নার্সরা কোভিড চিকিৎসায় ১০০ দিন কাজ করেছেন, তাঁদের প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিশেষ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version