Wednesday, July 23, 2025

নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে হলদিয়ায় এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল সমর্থকরা

Date:

নন্দীগ্রামে পুনর্গণনা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। নির্বাচন কমিশন ষড়যন্ত্র করেছে। এর বিচার চাই। এই দাবি নিয়ে ২মে রাত থেকেই হলদিয়ার  এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। নেতূত্বে রয়েছেন নন্দীগ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি বললেন, ‘২ মে ভোট গণনার সময় নন্দীগ্রামের  একটা কেন্দ্র থেকে দুবার দুরকম ফল প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুবার দুরকম রেজাল্ট আপলোড হয়েছে। এটা কেন হল? কোনটা ঠিক? আমরা সাধারণ নাগরিক সঠিক তথ্য জানতে চাই। তাই নন্দীগ্রামে পুনর্গণনা চাই। নির্বাচন কমিশন যতক্ষণ না পুনর্গণনার দাবি মেনে নিচ্ছে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।’ তাঁর অভিযোগ, ‘নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। আমাদের পাশের বিধানসভা কেন্দ্র ময়নাতে বিজেপির তরফে পুনর্গণনার দবি জানানো হয়েছিল। গতকাল রাতেই ফের সেখানে ভোট গণনা হয়। আর তারপরেই তৃণমূলের প্রার্থী পরাজিত হয়। অথচ আমরা নন্দীগ্রামে পুনর্গণনার আবেদন করলে নির্বাচন কমিশন সেদিকে কর্ণপাত করে না। একই  রাজ্য একই নির্বাচনে দুরকম সিদ্ধান্ত কেন হবে? এটা কি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নয়?

সুপ্রকাশবাবু আরো জানালেন, ‘আমরা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছি।  একেবারেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। কারোর যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে আমরা ভীষণভাবেই  লক্ষ্য রাখছি।’ ‘যতক্ষণ না নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবেই।’ স্পষ্ট করে জানিয়ে দিলেন সুপ্রকাশ গিরি।

 

 

Related articles

রোগের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত ‘ব্ল্যাক সাবাথ’-এর ফ্রন্টম্যান ওজি অসবোর্ন

পার্কিনসন রোগের সঙ্গে বহুদিন ধরে লড়াইয়ের পর অবশেষে ব্যর্থ হলেন হেভি মেটাল মিউজিকের প্রতিষ্ঠাতা এবং 'রিয়েলিটি টিভি'র স্বনামধন্য...

আজ বিকেলে ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান

বুধের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের সূচনায় (Durand Cup opening ceremony) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্নাঢ্য...

৬২ বছরের সার্ভিস লাইফ শেষ, এবার ভারতীয় বায়ুসেনা থেকে ছুটি MiG 21-এর 

ভারতীয় বিমানবাহিনীর (Indian Air Force) অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান MiG-21 এবার অবসর নিতে চলেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এই...

ইংল্যান্ডের ২২ গজে ভারতীয় মহিলাদের জয়রথ, T20-র পর ODI সিরিজ জয় হরমনপ্রীতদের

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের পর পঞ্চাশ ওভারের ওয়ানডে সিরিজেও ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের দাপট...
Exit mobile version