Sunday, August 24, 2025

একাদশ শ্রেণিতে ভর্তির পর যে কোনও বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা। বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগ বিষয়ক কোনও নির্দিষ্ট বিষয় থাকবে না। এমনই নির্দেশিকা দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। এর আগে একটি বিভাগের তালিকাভুক্ত বিষয়গুলি নিয়েই পড়তে হত। তবে এবার থেকে যে কোনু বিষয়ই পছন্দের তালিকায় রাখা যাবে।
পড়ুয়াদের সুবিদার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সিবিএসি-র কর্তৃপক্ষ। সিবিএসই-র এক আধিকারিক বলেছেন, ‘‘একটি স্কুলে একাদশ-দ্বাদশে পড়ানো হয়, এমন সমস্ত বিষয়ের মধ্যে থেকে পড়ুয়াদের একটি ভাষা ও অন্য চারটি বিষয় পছন্দ করে নিতে হবে। এ ক্ষেত্রে কলা, বাণিজ্য বা বিজ্ঞান বিভাগের গণ্ডি মানা হবে না।’’
এদিন বোর্ডের পক্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের চূড়ান্ত মূল্যায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। কী ভাবে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে, তাও নির্দেশিকায় জানানো হয়েছে। সারা বছরের বিদ্যালয়ে হওয়া পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই বিষয়টি ঠিক করা হবে।প্রতিটি পড়ুয়ার ক্ষেত্রে ২০ নম্বরের মূল্যায়ন স্কুল জমা দেবে, বাকি ৮০ শতাংশ নির্ধারিত হবে স্কুলে আয়োজিত একাধিক পরীক্ষার উপর ভিত্তি করে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version