Monday, November 10, 2025

নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Date:

বিজেপি নেতা তথাগত রায়ের প্লে বয় সম্মোধনকে পাত্তাই দিলেন না তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র । তিনি জানান,‘‌আপনি যে অর্থে প্লে বয় বলেছেন, আমি তেমনি প্লে বয় নই। আমি খেলি, তবে রাজনীতির খেলা।’‌ একইসঙ্গে কটাক্ষের সুরেই তৃণমূল নেতা বলেন,‘‌আসলে তথাগতদা এই প্লে বয়ের সঙ্গে নৌকাবিহারে যেতে পারেননি বলে ক্ষুণ্ণ হয়েছেন। আপনাকে পরের নৌকাবিহারে নিশ্চয় ডাকব আমি।’‌ একইসঙ্গে সতর্ক করে দিয়ে মদন জানিয়ে দেন, কেন্দ্রের নরেন্দ্র মোদির ক্ষমতার জোরে যেন বাংলার মেয়েদের অসম্মান করার ভুল না করেন তথাগত।
মঙ্গলবার বিজেপির বর্ষীয়ান নেতার একটি টুইট ঘিরে রাজনৈতিক চর্চা ছিল তুঙ্গে। সেই টুইটে ঘুরিয়ে কটাক্ষ করা হয়েছিল বিজেপির তারকা প্রার্থীদের। উল্লেখ করা হয়েছে তনুশ্রী, শ্রাবন্তী আর পায়েলের নাম । তথাগত লিখেছিলেন, ‘এই নগরের নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর তৃণমূলের প্লে-বয় রাজনীতিবিদ মদনের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। এ দিকে ভোটে হেরে ভূত হয়েছেন’।
নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে বড় প্লে বয়’ ভগবান কৃষ্ণের অনুসারী বলেও মন্তব্য করেছেন মদন।কামারহাটির বিধায়ক মদন মিত্র আরও বলেন, ‘আসলে তথাগতদা বেভারলি হিলটপের বাড়িতে বসে ওই প্লে-বয় পত্রিকা দেখার সুযোগ পান। আমরা তো আর তাঁর মতো আপটাউনের মানুষ নই। মাটির কাছাকাছি থাকি তাই আমাদের এইসব পত্রিকার কথা মাথায় আসে না।’
মদনের সাফ কথা, ‘দক্ষিণেশ্বরের ঘাটে সবার সামনে হয়েছিল ওই নাচ-গানের অনুষ্ঠান। সবাই দেখেছেন। কারও যদি মনে হত খারাপ কিছু চলছে, তবে মানুষ আপত্তি করতেন। তাঁরা তা করেননি। বরং বিপুল ভোটে তাঁর দল এবং তিনি জিতেছেন।’
যদিও তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি প্রমাণ ছাড়া এই সব কথা বলছেন কেন?‌উনি প্রমাণ করুন, আমি টাকা নিয়েছি।’

 

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version