Friday, August 22, 2025

বিজেপি নেতা তথাগত রায়ের প্লে বয় সম্মোধনকে পাত্তাই দিলেন না তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র । তিনি জানান,‘‌আপনি যে অর্থে প্লে বয় বলেছেন, আমি তেমনি প্লে বয় নই। আমি খেলি, তবে রাজনীতির খেলা।’‌ একইসঙ্গে কটাক্ষের সুরেই তৃণমূল নেতা বলেন,‘‌আসলে তথাগতদা এই প্লে বয়ের সঙ্গে নৌকাবিহারে যেতে পারেননি বলে ক্ষুণ্ণ হয়েছেন। আপনাকে পরের নৌকাবিহারে নিশ্চয় ডাকব আমি।’‌ একইসঙ্গে সতর্ক করে দিয়ে মদন জানিয়ে দেন, কেন্দ্রের নরেন্দ্র মোদির ক্ষমতার জোরে যেন বাংলার মেয়েদের অসম্মান করার ভুল না করেন তথাগত।
মঙ্গলবার বিজেপির বর্ষীয়ান নেতার একটি টুইট ঘিরে রাজনৈতিক চর্চা ছিল তুঙ্গে। সেই টুইটে ঘুরিয়ে কটাক্ষ করা হয়েছিল বিজেপির তারকা প্রার্থীদের। উল্লেখ করা হয়েছে তনুশ্রী, শ্রাবন্তী আর পায়েলের নাম । তথাগত লিখেছিলেন, ‘এই নগরের নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর তৃণমূলের প্লে-বয় রাজনীতিবিদ মদনের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। এ দিকে ভোটে হেরে ভূত হয়েছেন’।
নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে বড় প্লে বয়’ ভগবান কৃষ্ণের অনুসারী বলেও মন্তব্য করেছেন মদন।কামারহাটির বিধায়ক মদন মিত্র আরও বলেন, ‘আসলে তথাগতদা বেভারলি হিলটপের বাড়িতে বসে ওই প্লে-বয় পত্রিকা দেখার সুযোগ পান। আমরা তো আর তাঁর মতো আপটাউনের মানুষ নই। মাটির কাছাকাছি থাকি তাই আমাদের এইসব পত্রিকার কথা মাথায় আসে না।’
মদনের সাফ কথা, ‘দক্ষিণেশ্বরের ঘাটে সবার সামনে হয়েছিল ওই নাচ-গানের অনুষ্ঠান। সবাই দেখেছেন। কারও যদি মনে হত খারাপ কিছু চলছে, তবে মানুষ আপত্তি করতেন। তাঁরা তা করেননি। বরং বিপুল ভোটে তাঁর দল এবং তিনি জিতেছেন।’
যদিও তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি প্রমাণ ছাড়া এই সব কথা বলছেন কেন?‌উনি প্রমাণ করুন, আমি টাকা নিয়েছি।’

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version