Thursday, November 13, 2025

রাজ্যে বামেদের ভরাডুবি! হতাশায় মারা গেলেন ‘সঙ্গমবাবু’

Date:

বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে স্বাধীনতার পরে এই প্রথম বামহীন রাজ্যের বিধানসভা। বামেদের এই ভরাডুবি অনেক বামপন্থী স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না। কল্পনাও করতে পারছেন না অনেকে। বিধানসভা নির্বাচনে একটা আসনও তারা পাবেন না, এটা ভাবনাতীত ছিল প্রত্যেক বাম সমর্থক শুধু নয় বহু রাজনীতিবিদের কাছেও। এমন ধাক্কা একেবারেই সামলাতে পারেননি ব্যারাকপুরের বিশিষ্ট নাট্যকার সমীর বিশ্বাস। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

সক্রিয় রাজনীতি তেমনভাবে না করলেও বামপন্থায় বিশ্বাসী ছিলেন ব্যারাকপুর আনন্দপুরী এলাকার সমীর বিশ্বাস। অঞ্চলে ‘সঙ্গম’ নামে পরিচিত ছিলেন তিনি। সদ্য অবসরপ্রাপ্ত রাজ্য ডেয়ারি ‘নীহারিকা’ নাট্য সংস্থার অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি। নাটকের পাশাপাশি দারুণ দেওয়াল লিখতে পারতেন। তিনি নিজে এবং তাঁর বাবা,দাদা সহ পুরো পরিবার বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ২ মে রাতে সন্ধের পর থেকেই ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন সমীর বিশ্বাস। শেষ পোস্টটি করেন রাত তিনটে নাগাদ। বাম মনোভাবাপন্ন সমীরবাবু সেখানে একটি কবিতা লেখেন। তারপরেই সেরিব্রাল অ্যাটাক হয়।

সমীর বিশ্বাসের শেষ লিখে যাওয়া কবিতা:-

কবিতার‌ নাম: বলতে পারব না, মাফ করবেন

ফলাফল “শূন্য” হলেও
বলতে পারব না
ছাত্রযুবদের কর্মসংস্থানের
দাবিটা ভুল ছিল।

ফলাফল যতই শূন্য হোক
বলতে পারব না
আমফানের ঝড়ে
বৃদ্ধ বয়সে
দিন নেই রাত নেই
সুন্দরবনের কান্তিবাবুর
বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে
বাঁধ সারানোর কাজ করাটা
ভুল ছিল।
বলতে পারব না।

ফলাফল যতই শূন্য হোক
বলতে পারব না
অতিমারির লকডাউনে
দিনের পর দিন
নিরন্ন মানুষের মুখে
খাবার তুলে দেওয়া
ভুল ছিল।
আমি বলতে পারব না।

আমি বলতে পারবনা
সিঙ্গুর নন্দীগ্রামের
জমি-আন্দোলনের পেছনে
আন্তর্জাতিক চক্রান্তের
কথা বলাটা ভুল ছিল
বলতে পারব না।

প্রদীপ তা কমল গায়েনের
নৃশংস হত্যাকাণ্ডে
অপরাধীদের শাস্তি চাওয়া
ভুল ছিল বলতে পারবো না।

মানুষ যতই প্রত্যাখ্যান করুক
আমি বলতে পারব না
দেশকে দেউলিয়া বানানোর
কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে
আন্দোলন করা ভুল ছিল।
কৃষক মারা আইন বাতিলের
দাবি করাটা ভুল ছিল
আমি বলতে পারবো না।

বরঞ্চ আমি বলবো
রুটি রুজির প্রশ্নে
ভ্রষ্টাচার-অনাচারের বিরুদ্ধে
সবার হাতে কাজ
সবার পেটে ভাতের দাবিতে
কিংবা দেশকে বেচে দেবার বিরুদ্ধে
প্রতিটা লড়াই সংগ্রাম সংগঠিত
করাই সঠিক কাজ।

আরও পড়ুন- যুদ্ধকালীন তৎপরতায় সাজছে নবান্ন, তৃতীয়বারের জন্য মসনদে মমতা

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...
Exit mobile version