Friday, November 14, 2025

জুলাইতে আসছে করোনার তৃতীয় ঢেউ !! শিশুদের সুরক্ষায় বিশেষ কেন্দ্র গড়ছে মহারাষ্ট্র

Date:

দ্বিতীয় ঢেউয়ের ( corona second wave)রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ চিকিৎসক ও করোনা গবেষকদের মতে আগামী জুলাই মাসে করোনার তৃতীয় ঢেউ (corona third wave)আছড়ে পড়বে ভারত সহ গোটা বিশ্বে। আর এই তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের । সেই আশঙ্কায় এবার প্রস্তুতি শুরু করে দিল মহারাষ্ট্র (Maharashtra)। বিশেষজ্ঞদের ইঙ্গিত, এবার রেহাই পাবে না শিশুরা। তাই সেই কথা মাথায় রেখেই মুম্বইয়ের বৃহন্মুমুম্বই কর্পোরেশন শিশুদের জন্য তৈরি করছে পেডিয়াট্রিক কোভিড কেয়ার ফেসিলিটি। যে সব শিশুদের বাবা-মায়েরাও একইসঙ্গে আক্রান্ত হবেন , তাদের জন্য বিশেষ ক্রেশ তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী জুলাই মাসেই আসছে থার্ড ওয়েভ। আর তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আগামী দু’মাসের মধ্যে মুম্বইতে ‘নেসকো জাম্বো কোভিড সেন্টার’-এ তৈরি করা হবে পেডিয়াট্রিক ওয়ার্ড। ১২ বছরের কম বয়স শিশুদের চিকিৎসার ব্যবস্থা থাকবে সেখানে। ইস্ট গুরগাঁওতে তৈরি হবে সেই চিকিৎসা কেন্দ্র। সেখানে থাকবে ৭০০ বেড। এ ছাড়া শিশুদের জন্য ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট’ ও ‘পেডিয়াট্রিক ইনসটেনসিভ কেয়ার ইউনিট’ তৈরি করা হবে, প্রত্যেকটিতে থাকবে ২৫টি করে বেড।

সোমবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে ও অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার সঞ্জীব জয়সওয়াল। বিএমসি-র উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন বৈঠকে। ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞরাও। সকলে মিলে আলোচনা করেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। গত সপ্তাহেই শিশুদের জন্য বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version