Sunday, August 24, 2025

উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টির জয়জয়কার, মুখ পুড়লো বিজেপির

Date:

রাজ্যে ক্ষমতায় থাকলেও উত্তরপ্রদেশ(Uttar Pradesh) ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধরাশায়ী হল গেরুয়া শিবির। যোগী রাজ্যের ৭৫ টি পঞ্চায়েতের ৩০৫০ টি আসনে আপনা দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি(BJP) পেল ৯০০-র সামান্য বেশি আসন। অন্যদিকে সহযোগীদের সঙ্গে নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি(Samajwadi Party) পেরিয়ে গেল ১০০০ টি আসনের গন্ডি। পাশাপাশি বিএসপি পেয়েছে ৩১৫ টি আসন এবং কংগ্রেস ১২৫। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল এবং আম আদমি পার্টি পেয়েছে প্রায় ৭০টি করে আসনে জিতেছে। বাকি আসনগুলি দখল করেছেন নির্দলে এবং অন্যেরা। স্বাভাবিকভাবেই রাজ্যে ক্ষমতায় থাকলেও পঞ্চায়েত নির্বাচনে এভাবে অপদস্ত হওয়া বিজেপি বেশ চাপে।

গত রবিবার থেকে উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। যেখানে জেলা পঞ্চায়েতের ৩০৫০, ব্লক পঞ্চায়েতে প্রায় ৭৫ হাজার এবং গ্রাম পঞ্চায়েতে ৭ লক্ষের বেশি আসন রয়েছে। যদিও ৩টি ক্ষেত্রেই লক্ষাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। লড়াইয়ের ময়দানে ধরেছেন ১৩ লক্ষ প্রার্থী। সেখানেই এবার জয়জয়কার দেখা গেল সমাজবাদী পার্টির। বহু জায়গায় পঞ্চায়েত গঠনের সুযোগ পেয়েছে নির্দল। অখিলেশ যাদবের তরফে জানানো হয়েছে বেশিরভাগ নির্দল প্রার্থী তাদের সমর্থক। অন্যদিকে আগামী বছর, ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এই পঞ্চায়েত ভোট ছিল সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। আর পঞ্চায়েত ভোটের এই ফলাফল থেকেই স্পষ্ট উত্তরপ্রদেশে যথেষ্ট চাপে বিজেপি।

আরও পড়ুন:ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ

রাজধানী লখনউ, রাম মন্দিরের পীঠস্থান অযোধ্যা সব জায়গাতেই গেরুয়া ঝড় ম্লান হয়ে এসেছে । অযোধ্যা জেলায় ৪০ টি পঞ্চায়েতের মধ্যে ২৪ টিতে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৬ টি আসন। বসপা পেয়েছে ৫ টি আসন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version