Thursday, August 28, 2025

কড়কনাথ বা কালোমাসি। কালো রঙের একরকম মুরগি। যার পালক, ঠোঁট, পা. নখ, ঝুটি, চোখ, এমনকী মাংসের রঙ পর্যন্ত কুচকুচে কালো। এই বিরল প্রজাতির মুরগির মাংসই শুধু কালো নয় তার হাড়, নাড়িভুড়ি এবং ডিমের রঙও হালকা কালচে । তবে “কালো মাসি’র ভারতীয় প্রজাতির ডিম হালকা সোনালির রঙের । করোনা আবহে এই কালো মুরগি আর তার সোনালি ডিমের চাহিদা তুঙ্গে। কেন? ভাবছেন কী আছে এই কালো মুরগিতে?

গবেষকরা হাতেনাতে প্রমাণ পেয়েছেন যে এই মুরগির রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক অনেক গুণ বেশি। বিশেষত এখন করোনা দূর করতে চিকিত্‍সকরা যেমন ধরনের খাওয়া দাওয়ার পরামর্শ দিচ্ছেন, তাতে সব দিক দিয়ে আদর্শ কড়কনাথ মুরগি। কালো মুরগি বা কড়কনাথ মুরগিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও অন্যান্য খাদ্যগুণ। অন্যান্য মুরগির তুলনায় এই প্রজাতির মুরগির পুষ্টিগুণ অনেক বেশি। এই মুরগিতে কোনও ফ্যাট এবং কোলেস্টেরলও থাকে না। রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন বি১, সি, ই, বি১২, নিয়াসিন, ক্যালসিয়াম, ফসফরাস। কড়কনাথে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। এর ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এই সুস্বাদু মাংসে কোলেস্টেরলের মাত্রা কম থাকার কারণে হার্টের জন্য বেশ ভাল। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, খণিজ উপাদান থাকার কারণে রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে না।

এই মুরগির দাম কত? শুনলে আঁতকে উঠতে হবে। এমনিতে প্রায় ২০০০ থেকে ৩০০০ টাকা। আর এই কোভিড পরিস্থিতিতে এই মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বেড়ে হয়েছে ৫ হাজারের কাছাকাছি। তবে দরাদরি করলে হয়তো। এর একটি ডিমের দাম ৫০ টাকা।

কিন্তু কড়কনাথ পাবেন কোথায়? আমেরিকার ফ্লোরিডায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেমানি এলাকায় প্রথম এদের দেখা পাওয়া যা। সেখানে একে অ্যায়াম কেমানি চিকেন বলা হয়। ভারতেও পাওয়া যায় কালো মুরগি। মধ্যপ্রদেশের ঝাউবা, আলিরাজপুর, বারওয়ানি ও ধর জেলায় এই মুরগির চাষ হয়। মধ্যপ্রদেশের আদিবাসীরা ইন্দোনেশিয়া থেকে মুরগি নিয়ে এসে হাইব্রিড প্রজাতির মুরগি সৃষ্টি করে। তারপর থেকেই দেশে কালো মুরগির চাষ শুরু হয়। তবে শুধু মধ্যপ্রদেশ এখন কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা এমনকী পশ্চিমবঙ্গেও পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা ও কুলপিতে এই মুরগির চাষ শুরু হয়েছে।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version