কোভিড রোগীদের ঘরে খাবার -সব্জি পৌঁছে দেবে সুইগির ‘কেয়ার কর্নার’।

করোনায় সংক্রমিত (corona patient) হয়ে বাড়িতে রয়েছেন এমন রোগীর সংখ্যা নেহাত কম নয়। দিনকে দিন এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনও অনেক রোগী আছেন যাদের দুবেলা খেতে দেওয়ার মতো কেউ নেই । তাদের কথা ভেবেই একটি নতুন উদ্যোগ নিয়ে হাজির হল সুইগি। (swiggy care corner) হোম আইসোলেশনে (home isolation)থাকলে আপনার সঙ্গী হয়ে উঠবে সুইগির ‘কেয়ার কর্নার’।

সুইগির ‘কেয়ার কর্নার’ অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। যারা আপনার বাড়িতে পৌঁছে দেবে ঘরোয়া খাবার, ওষুধ, এমনকী রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীও। সুইগি অ্যাপের সুইগি জিনি (Swiggy Genie) ফিচারটিতে এই পরিষেবা অবশ্য এমনিতে সারাবছই চালু। কিন্তু দেশজুড়ে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে শুধুমাত্র এই সময়ের জন্যই ‘কেয়ার কর্নার’ অপশনটি এনেছে সুইগি।

কেয়ার কর্নারের অপশনে গেলে পৌঁছে যাবেন সুইগি জিনিতে। এখানে নির্দিষ্ট ডেলিভারি চার্জ নিয়ে সুইগির প্রতিনিধি আপনাকে নানা পরিষেবা দেবেন। বাড়ি বসেই প্রোটিন-ভিটামিন জাতীয় খাবার, শাক-সবজি, ওষুধপত্র আনিয়ে নিতে পারবেন অনায়াসে। যাঁরা করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কিংবা বাইরে গিয়ে খাবার আনার কেউ নেই, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী। যাবতীয় কোভিডবিধি মেনেই আপনার ঠিকানায় জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হবে। ফলে করোনা কালে বাড়ির বাইরে বেরনোর প্রয়োজন হবে না। অ্যাপের হোম পেজেই পাবেন কেয়ার কর্নার অপশনটি। ডেলিভারির আগে কার্ডে কিংবা পরে নগদেও টাকা মিটিয়ে দিতে পারেন ।

Advt

Previous articleফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ
Next articleউত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টির জয়জয়কার, মুখ পুড়লো বিজেপির