Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী থাকতে রাজি অমিত মিত্র, শপথ নিতে পারেন রবিবার

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছেন তিনি৷ রাজ্যের অর্থমন্ত্রী (Finance Minister, WB) হতে রাজি হয়েছেন অমিত মিত্র৷ মোটামুটি নিশ্চিত ২০১১, ২০১৬-র পর ২০২১ সালের মন্ত্রিসভাতে তিনিই হতে চলেছেন অর্থমন্ত্রী।

শারীরিক কারনে এ বারের বিধানসভা নির্বাচনে অমিত মিত্র (Amit Mitra) প্রতিদ্বন্দ্বিতা করেননি। জোর চর্চা চলছিলো, তাহলে এবার কে হবেন রাজ্যের অর্থমন্ত্রী! ওদিকে, অমিত মিত্রকেই অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন বলে স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ তিনি নিজে কথা বলেন অমিতবাবুর সঙ্গে৷ শেষপর্যন্ত রাজিও করাতে পারেন৷ সূত্রের খবর, আগামী রবিবারই শপথ নিতে পারেন অমিত মিত্র৷ যেহেতু অমিত মিত্র একুশের নির্বাচনে দাঁড়াননি, তাই শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে তাঁকে, এমনই ঠিক হয়েছে৷

২০১১ থেকে ২০২১, টানা এক দশক বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি কতখানি দক্ষ, গত ১০ বছরে বারবার তার প্রমান দিয়েছেন তিনি৷ তাই বিকল্প কোনও নাম না ভেবে অর্থমন্ত্রী পদে অমিত মিত্রের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত মিত্র ১০ বছর খড়দহ কেন্দ্রের বিধায়ক ছিলেন৷ এ বছর তিনি অসুস্থতার কারনে প্রার্থী হতেই রাজি হননি৷ ফলে ওখানকার পুর– প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল। কাজল সিনহা এবার ভোটে জিতেছেন ঠিকই, কিন্তু কোভিডের থাবা কেড়ে নিয়েছে তাঁকে৷ তাই খড়দহ কেন্দ্র এখন শূণ্য৷ শোনা যাচ্ছে, পুরোনো খড়দহ কেন্দ্রেই দলীয় প্রার্থী হতে পারেন অমিত মিত্র৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version