Tuesday, November 4, 2025

মুখ্যমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী থাকতে রাজি অমিত মিত্র, শপথ নিতে পারেন রবিবার

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছেন তিনি৷ রাজ্যের অর্থমন্ত্রী (Finance Minister, WB) হতে রাজি হয়েছেন অমিত মিত্র৷ মোটামুটি নিশ্চিত ২০১১, ২০১৬-র পর ২০২১ সালের মন্ত্রিসভাতে তিনিই হতে চলেছেন অর্থমন্ত্রী।

শারীরিক কারনে এ বারের বিধানসভা নির্বাচনে অমিত মিত্র (Amit Mitra) প্রতিদ্বন্দ্বিতা করেননি। জোর চর্চা চলছিলো, তাহলে এবার কে হবেন রাজ্যের অর্থমন্ত্রী! ওদিকে, অমিত মিত্রকেই অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন বলে স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ তিনি নিজে কথা বলেন অমিতবাবুর সঙ্গে৷ শেষপর্যন্ত রাজিও করাতে পারেন৷ সূত্রের খবর, আগামী রবিবারই শপথ নিতে পারেন অমিত মিত্র৷ যেহেতু অমিত মিত্র একুশের নির্বাচনে দাঁড়াননি, তাই শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে তাঁকে, এমনই ঠিক হয়েছে৷

২০১১ থেকে ২০২১, টানা এক দশক বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি কতখানি দক্ষ, গত ১০ বছরে বারবার তার প্রমান দিয়েছেন তিনি৷ তাই বিকল্প কোনও নাম না ভেবে অর্থমন্ত্রী পদে অমিত মিত্রের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত মিত্র ১০ বছর খড়দহ কেন্দ্রের বিধায়ক ছিলেন৷ এ বছর তিনি অসুস্থতার কারনে প্রার্থী হতেই রাজি হননি৷ ফলে ওখানকার পুর– প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল। কাজল সিনহা এবার ভোটে জিতেছেন ঠিকই, কিন্তু কোভিডের থাবা কেড়ে নিয়েছে তাঁকে৷ তাই খড়দহ কেন্দ্র এখন শূণ্য৷ শোনা যাচ্ছে, পুরোনো খড়দহ কেন্দ্রেই দলীয় প্রার্থী হতে পারেন অমিত মিত্র৷

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version