Saturday, November 15, 2025

‘আমাদের জাত-কুল দুটোই গিয়েছে’, দল নিয়ে এবার বিদ্রোহী অশোক

Date:

২১ এর বিধানসভা ভোটের পর বামেদের ভরাডুবির পর দলের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে বিদ্রোহের সুর। দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন একের পর এক বর্ষীয়ান নেতা। শুরুটা করেছিলেন তন্ময় ভট্টাচার্য। তারপর বর্ষীয়ান নেতা কান্তি গাঙ্গুলি। এবার মুখ খুললেন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সঙ্গে জোটকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
নির্বাচনের ফল ঘোষণার দিন বামেদের ঝুলিতে ভোট শূন্য হওয়ার পর থেকেই দলীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ নিয়ে রবিবারই ক্ষুব্ধ তন্ময় ভট্টাচার্য তোপ দাগেন দলীয় নেতৃত্বের উদ্দেশে। তারপরই দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন কান্তি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য বলেন, আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। পাশাপাশি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। আইএসএফ-এর জোটকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘আমাদের জাত-কুল দুটোই গিয়েছে। কেউ কেউ বলছেন সিদ্দিকির সঙ্গে জোটের জেরে হিন্দু ভোট সরে গেছে বামেদের থেকে। শিলিগুড়িতে তা প্রযোজ্য হতে পারে। কিন্তু পাশের চোপড়ায় সংখ্যালঘু ভোটও তো আমরা পাইনি। সবটাই তৃণমূল নিয়ে গিয়েছে। এ সবের চুলচেরা বিশ্লেষণ হবে।’’
বৃহস্পতিবার অভিমানী অশোক বলেন, “মন দিয়ে নিজের সেরাটা দিয়েছি। তবুও হারতে হল। এ বার নির্বাচনে দাঁড়াতেই চাইনি। দল জোর করে দাঁড় করিয়েছিল। যারা কথা দিয়েছিলেন ভোট দেবেন, তাঁরা কেন দিলেন না? এই অভিমান আমার থাকবে। ’’

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version