Thursday, August 21, 2025

সন্ত্রাসের অজুহাতে স্পিকার নির্বাচন বয়কট গণতন্ত্রের অপমান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

Date:

আগামিকাল, শনিবার নব গঠিত রাজ্য বিধানসভায় (Assembly House) স্পিকার নির্বাচন (Speaker Election)। রীতি মেনে যেখানে সব রাজনৈতিক দলের নির্বাচিত বিধায়কের (MLA) হাজির থাকেন। কিন্তু এবার স্পিকার নির্বাচন বয়কট করছে বিরোধী বিজেপি (BJP)। দলের পক্ষে সিদ্ধান্ত হয়েছে, গেরুয়া শিবিরের বিধায়কের এই নির্বাচন পর্বে অংশ নেবেন না। যদিও তাঁদের অংশ না নেওয়ার জন্য তৃতীয়বারের জন্য বারুইপুর পশ্চিমের (Baruipur West) বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্বাচিত হওয়ায় কোনও প্রভাব না।

এদিকে বিজেপির এমন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “স্পিকার নির্বাচনে বিজেপির অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত অসৌজন্যের নিদর্শন। শাসক-বিরোধী সকলের উপস্থিতিতেই স্পিকার নির্বাচন করা হয়। কারণ, স্পিকার হলেন বিধানসভার কাস্টোডিয়ান। তাই এরকম এক নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকুও বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না।”

প্রসঙ্গত, বিজেপির অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। অবিলম্বে সরকার ব্যবস্থা না নিলে বিজেপির কোনও বিধায়ক বিধানসভার কোনও অধিবেশনে আসবে না।

বিজেপির এমন বক্তব্যের পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, “এসবই বাহানা। অজুহাত। অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর হাতে তা প্রতিরোধ করেছেন। এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের পথ আটকানো যাবে না।

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version