Thursday, August 21, 2025

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । ক্রমেই বাড়ছে সংক্রমিতের সংখ্যা । অক্সিজেনের অভাবে প্রাণ হারাতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীকে । এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা দিনদিন বেড়ে চলেছে । চাহিদার তুলনায় অক্সিজেনের জোগান কম থাকায় সমস্যায় হাসপাতালগুলি । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কলকাতা শহর, শহরতলি এবং জেলার বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । এবার সেই একই পথে হেঁটে বারাসত হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর ।
স্বাস্থ্য দফতর সূত্রেজানা গিয়েছে, আজ শুক্রবার থেকে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে । এক সপ্তাহের মধ্যে শেষ হবে সেই কাজ । এরপর হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরাসরি পৌঁছে যাবে বিভিন্ন ওয়ার্ডে । এর ফলে করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীরাও উপকৃত হবেন বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর।
বারাসত জেলা হাসপাতালে ৫০ বেডের কোভিড হাসপাতাল করা হয়েছে । সব বেড ভর্তি । কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও করোনা আক্রান্তদের ভর্তি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ । কমপক্ষে ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন বারাসত হাসপাতালে । আক্রান্তদের অনেকেরই শ্বাসকষ্ট থাকায় অক্সিজেনের চাহিদা দ্রুত বেড়ে গিয়েছে । এছাড়া হাসপাতালের অন্যান্য রোগীদের জন্যও চাহিদা রয়েছে অক্সিজেনের । সব মিলিয়ে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেনের চাহিদা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গিয়েছে । এই মুহূর্তে প্রতিদিন হাসপাতালে গড়ে ২০০ সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন রয়েছে । এতদিন বাইরের এজেন্সি দু’বেলা হাসপাতালে এসে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে যেত । কিন্তু ইদানিং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হওয়ায় জোগানে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে । এই সমস্যা মেটাতেই বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ।

আগামী সাতদিনের মধ্যে উৎপাদনও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ।
এছাড়া উৎপাদিত অক্সিজেন ভর্তি করা যাবে সিলিন্ডারেও । বি এবং ডি সিলিন্ডার বোঝাই অক্সিজেনের জোগান দেওয়া হবে এই প্ল্যান্ট থেকে । বারাসত হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদিত হবে।
এই  বিষয়ে জেলার ডেপুটি সিএমওএইচ সৌমাভ দত্ত জানিয়েছেন , যুদ্ধকালীন তৎপরতায় বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ চলছে । কয়েক দিনের মধ্যে অক্সিজেন উৎপাদনও শুরু হয়ে যাবে ৷ বারাসত জেলা হাসপাতাল ছাড়াও বনগাঁ, অশোকনগর, নৈহাটি, বরাহনগর, বলরাম হাসপাতাল এবং পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি দফতর তৈরি করবে অক্সিজেন প্ল্যান্ট ৷

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version