Tuesday, November 11, 2025

সাংসদ পদে ইস্তফা দিলে জেতা অসম্ভব, দিল্লির চাপে বিধায়ক- শপথ নিলেন না নিশীথ-জগন্নাথ

Date:

“ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না…”৷

এই ইস্যুতে আপাতত এমন গানই এখন গাইছে বিজেপির দিল্লির নেতারা৷ তার জেরেই আর বিধায়ক হিসাবে শপথ নেওয়া হলো না নবনির্বাচিত দুই গেরুয়া বিধায়কের৷

বিধানসভা ভোটে হুমড়ি খেয়ে পড়ার পরেও ফের দিল্লির চাপ বঙ্গ-বিজেপির ঘাড়ে৷ মূলত, মোদি-শাহের চাপেই বিধায়ক হিসাবে শপথ নিতে পারলেন না নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার৷

দু’জনই সাংসদ৷ দু’জনই এবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন৷ বৃহস্পতি ও শুক্রবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহনের দিন ধার্য ছিলো৷ সবাই শপথ নিলেও শপথ নেননি গেরুয়া শিবিরের এই দুই বিধায়ক৷ এর ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা৷

আরও পড়ুন- ‘বারমুডা পরুন দিদি’, দিলীপের মন্তব্যের জেরে এবার মামলা দায়ের

সূত্রের খবর, দিল্লি নির্দেশ দিয়েছে, নিশীথ এবং জগন্নাথ সাংসদ পদে ইস্তফা দেবেন না৷ বরং তাঁরা বিধায়ক পদ ছাড়বেন৷ একুশের ভোটের ফল দেখে মোদি-শাহ ১০০ শতাংশ নিশ্চিত হয়েছেন, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ইস্তফা দিলে ওই দুই আসনে উপনির্বাচন হবে৷ সেই পরিস্থিতিতে স্বয়ং মোদি এবং শাহ বাংলায় বাড়ি ভাড়া করে থেকে প্রচার চালালেও ওই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত রক্ষা কঠিন হবে৷ মাঝখান থেকে সংসদে বিজেপির দু’টি আসন কমবে৷ দেশজুড়ে পরের পর নির্বাচনে হারতে হারতে ক্লান্ত বিজেপি৷ তবে বিজেপির লজিক, রাজ্যে রাজ্যে বিজেপির পতাকা গুটিয়ে নিতে হলেও ক্ষতি নেই মোদির, কিন্তু সাংসদ ভোটে পরাজয় হলে মোদিজির তথাকথিত ‘দেশনায়ক’ ইমেজে ধাক্কা লাগবে৷ কিন্তু বাংলায় পাওয়া ৭৭ আসন থেকে দু’টি কমে ৭৫ হলেও দিল্লির গায়ে আঁচ লাগবে না৷ বরং বাংলা থেকে জেতা ১৮ আসন দুম করে ১৬ হয়ে গেলে, তা মোদির পরাজয় হিসাবে চিহ্নিত হবে৷ তাই নিজেদের ইমেজ বাঁচাতে নিশীথ-জগন্নাথকে বাংলার বিধায়ক হতে দিলেন না মোদি-শাহ৷

নির্বাচনের ফল ঘোষণার পর প্রশ্ন ওঠে তাহলে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও জগন্নাথ সরকার (Jagannath Sarkar) সাংসদ পদ ছাড়বেন, না’কি বিধায়ক পদ? শুক্রবারও বিধানসভায় শপথ গ্রহণ করেননি বিজেপির জয়ী এই দুই প্রার্থীই। ফলে এটা পরিষ্কার হয়, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, এরা সাংসদই থাকুন, বিধায়ক পদে ইস্তফা দিন৷ সেখানে উপনির্বাচনে হারলে, হারবো, কিন্তু দিল্লির ‘মান’ তো থাকবে৷

আরও পড়ুন- কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

একুশের ভোটে ৪ সাংসদকে বাংলায় প্রার্থী করেছিল বিজেপি। এই দু’জন ছাড়াও প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয় এবং লকেট চট্টোপাধ্যায় ৷ এই দু’জনই পরাজিত হয়েছেন৷ ফলে তাঁদের সাংসদ থাকতে আইনি বাধা নেই৷ কিন্তু নিশীথ আর জগন্নাথ জয়ী হওয়ার দরুন প্রথা অনুসারে, আগামী ৬মাস তাঁরা নিজেদের বিধায়ক পদ ধরে রাখতে পারবেন৷ নির্দিষ্ট সময় পার হলেই সাংসদ বা বিধায়ক, যে কোনও একটি পদে ইস্তফা দিতে হবে৷ যে পদই ছাড়ুন, সেই পদে উপনির্বাচন হবে৷ এই মুহুর্তে বাংলার রাজনৈতিক চিত্র বলছে সেই উপনির্বাচনে বিজেপির ফিরে আসা মুশকিল ৷

আর সে কারনেই মোদি-শাহের ‘হাত শক্ত’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষ মহল৷ বঙ্গ বিজেপির দুটি বিধায়ক পদ কমলে ক্ষতি নেই৷ যাহা ৭৭, তাহাই ৭৫ ৷

গেরুয়া পরিষদীয় দল সূত্রের খবর, নিশীথ- জগন্নাথ যেহেতু সাংসদ, তাই এদের বিষয়ে দিল্লিই সিদ্ধান্ত ঘোষণা করবে৷ দুই সাংসদ অবশ্য এদিন ইস্তফা-ইস্যুতে সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি।

আরও পড়ুন- শুভেন্দুর ‘মুখের গ্রাস’ কাড়ার লক্ষ্যেই কি মুকুলের সহ-সভাপতি পদ ছাড়তে চাওয়ার ইঙ্গিত?

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version