Monday, August 25, 2025

কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

Date:

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকেই করোনাভাইরাসের দ্বিতীয় ( second wave of coronavirus) ঢেউ আছড়ে পড়েছে ভারতে।ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন (70 lakh people lost their job)। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, এখন সবেমাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তার মধ্যেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারা একই থাকবে। অর্থাৎ কর্মহীন হবে আরও বহু মানুষ। ২০২১ সালের মার্চ মাসে বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ।করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতিকে ক্রমেই গ্রাস করছে মন্দা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সেখানে অর্থনীতির থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে জনজীবনের সুরক্ষার উপরে। কিছু রাজ্য আবার পুরোপুরি লকডাউন করেনি। নানা রকম বিধিনিষেধ জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। গত বছর করোনার প্রকোপে চাকরি হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের সেই ছায়া। এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কর্মজীবনও অনিশ্চিত। সমীক্ষা বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২১ সালের মার্চে কর্মসংস্থান সর্বাধিক দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণারত সংস্থা আইএইচএস মার্কিট (IHS Markit)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সার্ভে একই ছবি তুলে ধরেছে। অর্থাৎ গত বছরের পর এবারও জীবন-জীবিকা অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। এখন ক্রমেই আশঙ্কা দানা বাঁধছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব না জানি কত ভয়ঙ্কর হবে

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version