Tuesday, November 11, 2025

কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

Date:

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকেই করোনাভাইরাসের দ্বিতীয় ( second wave of coronavirus) ঢেউ আছড়ে পড়েছে ভারতে।ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন (70 lakh people lost their job)। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, এখন সবেমাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তার মধ্যেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারা একই থাকবে। অর্থাৎ কর্মহীন হবে আরও বহু মানুষ। ২০২১ সালের মার্চ মাসে বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ।করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতিকে ক্রমেই গ্রাস করছে মন্দা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সেখানে অর্থনীতির থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে জনজীবনের সুরক্ষার উপরে। কিছু রাজ্য আবার পুরোপুরি লকডাউন করেনি। নানা রকম বিধিনিষেধ জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। গত বছর করোনার প্রকোপে চাকরি হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের সেই ছায়া। এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কর্মজীবনও অনিশ্চিত। সমীক্ষা বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২১ সালের মার্চে কর্মসংস্থান সর্বাধিক দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণারত সংস্থা আইএইচএস মার্কিট (IHS Markit)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সার্ভে একই ছবি তুলে ধরেছে। অর্থাৎ গত বছরের পর এবারও জীবন-জীবিকা অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। এখন ক্রমেই আশঙ্কা দানা বাঁধছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব না জানি কত ভয়ঙ্কর হবে

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version