Tuesday, November 11, 2025

“অত্যন্ত হতাশাজনক ও অপ্রত্যাশিত”, নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতায় প্রতিক্রিয়া সোনিয়ার

Date:

দেশের চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে গত ২ মে। এই প্রতিটি রাজ্যেই অত্যন্ত হতাশাজনক ফল করেছে জাতীয় কংগ্রেস(National Congress)। অবশেষে চূড়ান্ত ব্যর্থতার পর প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। তিনি জানালেন, বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের ফলাফল অত্যন্ত হতাশাজনক এবং অপ্রত্যাশিত। পাশাপাশি তিনি আরো জানান কংগ্রেসের ওয়ার্কিং কমিটির(CWC) বৈঠকে শীঘ্রই এই ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। এছাড়াও দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, সার্বিকভাবে আমাদের এই ব্যর্থতা স্বীকার করে নেওয়া উচিত। এবং ধাক্কা সামলে উঠে আগামী দিনে এর থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

সম্প্রতি কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন সনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। সেখানেই তিনি বলেন, “সমস্ত রাজ্যে আমাদের দলের ফলাফল অত্যন্ত নিরাশাজনক। এবং এই ফলাফলকে অপ্রত্যাশিত বলা যায়। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে শীঘ্রই এই ফলাফলের বিস্তারিত কারণ অনুসন্ধান করা হবে।” পাশাপাশি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুতে এমকে স্টালিনের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, তামিলনাড়ুতে ডিএমকে সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস। এখানে মাত্র ২৫ টি আসনে লড়ে ১৮ টি আসন জয় করেছে হাত শিবির। তামিলনাড়ুতে জোটের লড়াইয়ে কিছু আসন কংগ্রেসের কপালে জুটলেও পশ্চিমবঙ্গের মতো জায়গায় বামেদের সঙ্গে জোট বেঁধে একটিও আসন পায়নি কংগ্রেস। যেখানে বিজেপি পেয়েছে ৭৭ টি আসন।

আরও পড়ুন:বিধানসভার স্পিকার নির্বাচনের সময় থাকবেন না বিজেপি বিধায়করা?

অন্যদিকে অসমে ভোটের লড়াইয়ে কংগ্রেস ৯৫ টি আসনে লড়াই করে জয় পেয়েছে মাত্র ২৯ টিতে। পাশাপাশি কেরলের মতো রাজ্যে জোট বেঁধে মাত্র ২১ টি আসন জয় করেছে কংগ্রেস। সার্বিক ভাবে যদি দেখা যায় তবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল চূড়ান্ত হতাশাজনক। এহেন পরিস্থিতিতে এবার দলের হার স্বীকার করে নিয়ে নিজের হতাশা ব্যক্ত করলেন সোনিয়া গান্ধী।

 

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version