Thursday, August 21, 2025

আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়েছিল বছর পঞ্চাশের ব্যক্তির। পরিচিত চিকিৎসক পরামর্শ দেন, অবিলম্বে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাজারো খোঁজ করেও রাতে কোনও হাসপাতালের ব্যবস্থা করতে পারলেন না প্রৌঢ়ের পরিজন। অগত্যা সিদ্ধান্ত নিলেন, বাড়িতেই অক্সিজেন দিয়ে কোনও মতে রাতটা কাটাবেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডার মিলবে কোথায়?
প্রায় সারা রাত ধরে একের পর এক ফোন ঘুরিয়ে, এমনকি শহরের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজ চালিয়েও সিলিন্ডার জোগাড় করতে পারেননি ওই প্রৌঢ়ের পরিজন। অগত্যা শেষমেশ ভাগ্যের উপরেই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছিলেন।
কিছু ফোন নম্বর বলছে অক্সিজেন জোগাড় করে দেবে, কেউ আবার বেড। কেউ আবার দিচ্ছে ডাক্তারের খোঁজ। কিন্তু বেশকিছু ক্ষেত্রে একাধিক নম্বর দেখা গিয়েছে ভুয়ো। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন আর জি কর হাসপাতালের কিছু জুনিয়র ডাক্তার।
তারা জানিয়েছেন , বেশ কিছুদিন ধরে গ্রামের মানুষ ফোন করে অক্সিজেনের খোঁজ ও হাসপাতালে বেডের খোঁজ করছিলেন।
এরপরই কাজে নেমে পরেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা । যেখানে সঠিক যাচাই করা ফোন নম্বর এক ক্লিকেই পাওয়া যাবে।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই হাসপাতালের চিকিৎসক মৃণ্ময় দাস। তিনি জানিয়েছেন ,  ডাক্তারি পড়ার পাশাপাশি অ্যাপ তৈরি তার হবি। আর সেই হবিকে কাজে লাগিয়ে মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি । তাকে সাহায্য করেছেন সহপাঠীরা।

অ্যাপটির নাম-  ‘People Care Network ‘ 


কীভাবে সাহায্য করবে এই অ্যাপ?
জানা গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোন নম্বরগুলোতে ফোন করে তাঁর সত্যতা যাচাই করে, সেটি অ্যাপে তোলা হচ্ছে। কিন্তু কয়েকজনের পক্ষে সেটি সম্ভব নয়। বিভিন্ন জায়গা থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রায় ২৫০ স্বেচ্ছাসেবক দিনরাত পরিশ্রম করছেন।
এই অ্যাপের জন্য তৈরি করা হয়েছে হয়েছে ডেটাবেস। যার জন্য রয়েছে আলাদা ইউজার আইডি রয়েছে পাসওয়ার্ড পদ্ধতি। প্রত্যেক সদস্যের জন্য পৃথক ইউজার আইডি ও পাসওয়ার্ড আছে। ব্যাকএন্ডে ঢুকে সেই ডেটবেসে লগইন করে তার যাচাই করা তথ্য সে আপলোড করে দিচ্ছে। তা সরাসরি অ্যাপে পৌঁছে যাচ্ছে।
আপনি অ্যাপে ঢুকে নিজের লোকেশন সিলেক্ট করলেই আপনার কাছাকাছি কোথা থেকে পরিষেবা পেতে পারেন, জেনে যাবেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version